দল বদলের সময় যতই ঘনিয়ে আসছিলো ততই নানা গুঞ্জনে বাজার ভরপুর হয়ে উঠতেছে। ব্রাজিলের সাম্বাবয় খ্যাত নেইমার তো এই দল বদলের এক হটকেক বলাই যায়। ২০১৭ সালে অনেকটা নাটকীয়ভাবে বার্সা ছাড়া নেইমার আাবরো বার্সেলোনায় ফিরে আসতে চায় এটা এখন আর নতুন কিছু নয়।
কিন্তু নেইমারের দল বদলে বাঁধা হয়ে দাঁড়িয়ে যেতে পারে করোনা ভাইরাস পরিস্থিতি। করোনার কারনে ছোট বড় সব দলই কম বেশি ক্ষতিগ্রস্থ্য। বার্সেলোনা ইতিমধ্যে তাদের খেলোয়াড়দের ৭০% বেতন কর্তন করেছে এমনকি আরো কিছুদিন বেতন কম নেওয়ার অনুরোধও জানিয়েছে। যদিও খেলোয়াড়রা তাতে সম্ততি দেয়নি।
এই পরিপ্রেক্ষিতে বার্সেলোনার মাত্রাতিরিক্ত ওয়েজ এর চাপ সামলে নেইমারকে সাইন করানো অনেকটাই দুঃস্বাধ্য বার্সেলোনা ম্যানেজমেন্টর জন্য। তাই এক প্রকার বলাই যায় বার্সেলোনায় আসা হচ্ছেনা নেইমারের। অপরদিকে অন্য বড় ক্লাবগুলোও করোনার কারনে এতবড় ঝুঁকি নিতে চাইবে না। যার ফলে নেইমারকে হয়তো বাধ্য হয়েই আরো এক সীজন পিএসজিতেই থাকতে হচ্ছে।