- Advertisement -
সারা বিশ্ব ব্যাপি চলমান করোনা ভাইরাস সংকট ময় মুহূর্তে অন্য অনেকের মতো তামিম ইকবাল খানও অসহায় মানুষের সহযোগীতা করেন। তারই ধারাবাহিকতায় এবার ৯১ জন ক্রীড়াবিদদের সহযোগিতা করেছেন। সম্পূর্ণ কাজটি করা হয়েছে নীরবে যা পরে বিভিন্ন মাধ্যমে সংবাদে আসে।
এই কাজের দায়িত্বে থাকা সাবেক প্লেয়ার এবং কোচ হুমায়ুন কবির শাহিন একজন। তিনি জানান গত কয়েক দিন বিভিন্ন ভাবে, বিভিন্ন খেলার ৯১ জনের তালিকা করা হয়। এই তালিকায় ছিলো, ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, অ্যাথলেটিকস, হকিসহ অন্য অনেক খেলার ক্রীড়াবিদ ছিলেন এই তালিকায়।
তালিকার পর মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ক্রীড়াবিদদের কাছে নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়।