করোনা ভাইরাসের কারনে তিন মাস বন্ধ থাকা ফুটবল মাঠে ফিরেছে কিছুদিন আগেই। যদিও জার্মান বুন্দসলীগা সবার আগে শুরু করে বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তবে ইউরোপের শীর্ষ লীগগুলোর মধ্যে প্রিমিয়ার লীগ শুরুই হয়েছে ১৭ই জুন। লা লীগাও শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি।
জুলাইয়ের মধ্যেই যদিও শীর্ষ লীগগুলো শেষ করা যাবে তারপরও রয়ে যাবে চ্যাম্পিয়ন্স লীগ ২০১৯-২০ মৌসুমের ম্যাচ। ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের বাকি ম্যাচের শুরুর তারিখ ঘোষনা করেছে উয়েফা কর্তৃপক্ষ। আগামী ৭ই আগষ্ট থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের কারনে থেমে যাওয়া বাকি ম্যাচগুলি। কোয়ার্টার ফাইনাল থেকে ১ লেগের ম্যাচ আয়োজন করে সময় কমালেও তা শেষ হতে হতে পুরো আগষ্ট শেষ হয়ে সেপ্টেম্বর গড়াবে।
আজকের খেলা কখন, কোন চ্যানেলে দেখতে চোখ রাখুন
তাই দল বদলের বাজারে দেখা দিতে পারে এক অস্থির প্রক্রিয়া। এছাড়া স্বাভাবিক সময়ে জুলাইয়ের ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পরপরই পরবর্তী মৌসুমের জন্য দলগুলিকে উয়েফার কাছে খেলোয়াড়দের তালিকা জমা দিতে হয় রেজিষ্ট্রেশনের জন্য। এবার ২০২০-২১ মৌসুমের জন্য যেটা কোনভাবেই আগের সময়ে সম্ভব নয়।
তাই সবদিক বিবেচনা করে উয়েফা সিদ্ধান্ত নিয়েছে ২০২০-২১ মৌসুমের খেলোয়াড় তালিকভুক্তির সময় পরিবর্তনের। অর্থাৎ এখন ক্লাবগুলো এবারের চ্যাম্পিয়ন্সলীগ শেষ করে দল নতুন করে সাজিয়ে খেলোয়াড়ের তালিকা জমা দেওয়ার সুযোগ পাচ্ছে। তবে এক্ষেত্রে ঘরোয়া লীগ কর্তৃপক্ষকেও এ বিষয়টা ঢেলে সাজাতে হবে। ট্রান্সফার উইন্ডো শুরু হতে আর বেশিদিন বাকি নেই। ঘরোয়া লীগ কর্তৃপক্ষদেরও এবার সময় বাড়তেই হবে ট্রান্সফারের এ বিষয়ে সমন্বয়ের জন্য।