নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনালে ম্যাচের প্রতিপক্ষ ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। ২৪ তম মিনিটে ফ্রেডের ভুলে পিছিয়ে পড়ে ইউনাইটেড সেখান থেকে ৩৮ তম মিনিটে দলকে সমতায় ফেরান গ্রিনউড। তারপরও ইউনাইটেডর শেষ রক্ষা হলো না। দ্বিতীয় আর্ধের শুরুতে দারুন এক গোলে দলকে এগিয়ে নেন টিলেমানসের। আর ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠুকে নিজের দ্বিতীয় গোল করেন ইহেনাচো। ৫৮ মিনিটে ভার্ডির সহজ সুযোগ মিছ না হলে ব্যবধান আরও বড় হতো। শেষ দিকে ব্রুনো ফানান্দেসের ফ্রি কিক এবং মার্শিয়ালের বল সেভ করে দলকে জয়ের বড় ভূমিকা রাখেন গোলকিপার কাসপের স্মাইকেল। স্কোর লাইন, লেস্টার ৩-১ ইউনাইটেড।
১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড শেষ চার বারের দেখায় এই প্রথম লেস্টার সিটির কাছে হারলো।
১৯৮২ সালের পরে এফএ কাপের সেমিফাইনালে উঠা লেস্টার সিটির প্রতিপক্ষ সাউথহাম্পটন।
ম্যানচেস্টার ইউনাইটেড ২৯ ম্যাচ পর প্রতিপক্ষের মাঠে হারলো, ২১ জয়ের বিপরীতে ড্র ৮
এফএ কাফের বাকি দুই সেমিফাইনালিস্ট চেলসি বনাম ম্যানচেস্টার সিটি। ম্যাচগুলো হবে ১৭ এপ্রিল।