করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বিরতি দিয়ে আবার শুরু হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগ। গত ১ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪ ঘন্টার ঘন্টার বৈঠকে অনেকগুলো ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে লিগ কতৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ক্লাবগুলোকে করোনা ভাইরাস টেস্ট করিয়ে ট্রেনিং এর অনুমতি দেওয়া হয়।
টেলিগ্রাফের মতে প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ আগামী ১৭ই জুন প্রিমিয়ার লীগের বাকি ম্যচগুলো আনুষ্ঠানিকভাবে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যদিও এ সম্পর্কে অফিশিয়ালি এখনো কিছু বলা হয়নি।
১৭ই জুন বুধবার দুটি ম্যাচ দিয়ে মাঠে গড়াতে পারে প্রিমিয়ার লীগের যেখানে একটি ম্যাচে এস্টন ভিলা নিজেদের হোম গ্রাউন্ডে খেলবে সেফিল্ড ইউনাইটেডর বিপক্ষে এবং অপর ম্যাচে নিজেদের হোমগ্রাউন্ড ইতিহাদে আর্সেনালকে আথিতেয়তা দিতে যাচ্ছে পেপ গার্দিওলার ম্যানচেষ্টার সিটি।
১৯ই জুন অপর একটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে বাকি ম্যাচগুলো জুনের ২০ তারিখ অর্থাৎ শনিবারে অনুষ্ঠিত হওয়ার প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
আরো পড়ুন: ২০২০-২১ মৌসুমেও দর্শকশূন্য মাঠে ফুটবল!
নিজের বই বার্ন টু রাইজ এ ২০১২ সালের রূপকথার গোলের বর্ণনা দিলেন সার্জিও আগুয়েরো।
শীঘ্রই সৌদি রাজপরিবারের হাতে উঠছে নিউক্যাসেল ইউনাইটেডের চাবি
রাইভালি দুরে ঠেলে প্রতিপক্ষের ডিফেন্ডারকে সেরা বললেন ভিনসেন্ট কোম্পানী