This post is also available in: English
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রদুর্ভাবে হুমকির মুখে পড়েছে উইম্বলডনের আগামী আসর। আগামী ২৯শে জুন থেকে শুরু হওয়ার কথা এবারের উইম্বলডন আসর। দুই সপ্তাহ ব্যাপী এই টেনিস টুর্নামেন্ট ১২ জুলাই পুরুষ একক ফাইনাল দিয়ে শেষ হওয়ার কথা।
তবে উম্বলডন কতৃপক্ষ আগামী মাসে টেনিসের এই ক্রিড়াযোজ্ঞ আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে পড়েছে দুশ্চিন্তায়। কারণ পৃথিবীর অন্যান্য দেশের মত ইংল্যান্ডেও করোনা ভাইরাসের প্রভাবে জনজীবন স্থবির। এরই মাঝে বন্ধ করে দেওয়া হয়েছে ফুটবল ক্রিকেটসহ যাবতীয় খেলাধুলা। যদিও দর্শকশূন্য মাঠে ফুটবল ফেরানোর চেষ্টা করছে ফুটবল লিগ কতৃপক্ষ।
টেনিসের বিশ্বকাপ খ্যাত চারটি গ্রান্ড স্লামের একটি উইম্বলডন। বিশ্ব টেনিসের সবচেয়ে পুরনো টুর্ণামেন্টও এটি। কিন্তু এবারের আসর পড়েছে হুমকির মুখে। অবশ্য চুড়ান্ত সিদ্ধান্তের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে টেনিস প্রেমীদের।
valo holo na