বার্সেলোনার হয়ে টানা খেলে যেতে হচ্ছে টার স্টেগানকে। অন্যবার পয়েন্ট টেবিলের অবস্থানের কারনে স্টেগানকে বিশ্রাম দেওয়ার সুযোগ থাকলেও এবারের লা লীগায় সেরকম সুযোগ ছিলোইনা বলা চলে। একদিক দিয়ে মেসির চাইতেও বেশি দলের হাল ধরতে হয়েছে বার্সার গোলবারের এই প্রহরীকে।
স্টেগানের অতিমানবীয় পারফরম্যান্সের পরও অবশ্য এবার লা লীগা চ্যাম্পিয়ন হতে পারেনি বার্সেলোনা। উপরন্তু টানা খেলার কারনে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ারও সুযোগ কম হয়েছে এই বার্সা কিপারের। যদিও স্টেগানের ডান পায়ের থাইয়ের ব্যাথাটা নতুন নয়।
২ বছর ধরেই স্টেগান নিজের ডান পায়ের থাইয়ে ব্যাথা অনুভব করছেন সেটাই নতুন করে আবারো দেখা দিয়েছে। সীজন শেষে তাই সার্জারীর সিদ্ধান্ত নিতে ক্লাব ইতোমধ্যেই স্টেগানের সাথে আলোচনা শুরু করেছে। উমিতিতির মতো পরিণতি যাতে না হয় সেজন্য আগেই স্টেগানকে সাবধান করে দিচ্ছে বার্সেলোনা।
২০১৮ বিশ্বকাপের আগে উমিতিতির সার্জারী করা আবশ্যক থাকলেও বার্সেলোনার কথা না শুনে বিশ্বকাপ খেলে যায় উমিতিতি; যার ফল আজও ভুগতে হচ্ছে এই বার্সা ডিফেন্ডারকে।
সেরকম কিছু যাতে না হয় তাই স্টেগানকে কিছুদিন মাঠের বাহিরে থাকতে হলেও সার্জারী করার জন্য ইতোমধ্যেই পরামর্শ দিয়েছে বার্সেলোনার মেডিকেল টিম।