চলমান করোনা ভাইরাস মহামারী কারনে সারা বিশ্বেই খেলাধূলা বন্ধ রয়েছে। বাংলাদেশেও সব খেলা বন্ধ তারই ধারাবাহিকতায় সকল ক্রিড়া তারকা লাইভে একে অপরের সাথে আড্ডায় মাতছেন। খেলা বন্ধ থাকায় সমর্থকদের সাথে কানেক্টেড থাকার এর চাইতে ভালো সুযোগ হয়না।
নাসির হোসেন কিছুদিন আগে তামিম ইকবালের লাইভে এসে আড্ডা দিলেও এবার নিজের সম্পর্কে বলতে সম্পূর্ণ একটি লাইভে যোগ দিলেন। কথা বলেছেন অনেক বিষয় নিয়ে ক্রিকেট ভিত্তিক ওয়েব সাইট ক্রিকেফেঞ্জির ফেইসবুক লাইভে নাসির বলেন- তিনি খেলার আগে কখনোই প্রেসার নিতে পছন্দ করেন না। প্র্যাকটিস কম করা নিয়েও তিনি এই কথাটিকে টেনে আনেন তিনি বলেন আমি অন্য অনেক খেলোয়াড়ের মতো প্রেসার ফিল করতাম না, নিজের মধ্যে কনফিডেন্স থাকতো সেটাই হয়তো মাঝে মাঝে কম প্র্যাকটিসের কারন।
বোলিং এর কথা বলতে গিয়ে নাসির হোসেন বলেন- আমি স্ট্যাম টু স্ট্যাম্প বল করার চেষ্ট করি, এবং ব্যাটসম্যানকে রীড করার চেষ্ট করি। ব্যাটসম্যান কেমন তার অবস্থান বুঝেই বল করার চেষ্টা করতাম। ফিল্ডিং এর কথা বলতে গিয়ে নিজের কোচ সালাউদ্দিনের পরামর্শের সাথে নিজের কনফিডেন্স এবং সাহসের কথা বলেছেন বাংলাদেশের এই ক্রিকেটার।
ক্রিকেট খেলার পাশাপাশি আর কি করতে পছন্দ এমন প্রশ্নের জবাবে- মাছও ধরেন বলে জানিয়েছেন নাসির হোসেন। ছিপ দিয়ে কাতল মাছ ধরতে পছন্দ করেন নাসির সর্বোচ্চ ১৭ কেজি মাছ ধরেছেন ছিপ দিয়ে এছড়া অবসর সময়ে রংপুরে গেলে বাইক চালাতে পছন্দ করেন নাসির হোসেন।
জাতীয় দলে খেলার বিষয়ে বলেছেন- তিনি সবাইকে সব সময় উৎপুল্ল রাখার চেষ্টা করতেন। জাতীয় দলকে মিস করলেও আপসোস নেই বলে জানিয়েছেন নাসির হোসেন। নিজের ক্যারিয়ারে সব কিছুরই স্বাদ পেয়েছেন বলে জানান তিনি।
ভক্তদের পাগলামীর কথা বলতে গিয়ে নাসির বলেছেন- চিঠি পাঠাতো অনেকে বাসায় (হাসি), অনেকে কথা বলতে গিয়ে কাঁপাকাপি করে; আমার পা জড়িয়ে ধরতে গিয়েছে অনেকে আমার বড় হয়েও! রক্তও দিয়েও লিখেতে দেখেছি (হাঁসি)….
নিজের একটা স্বপ্নের কথা বলতে গিয়ে বলেছেন- বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের একটি ম্যাচ দেখতে চান। এছাড়া মেসিকে সবচেয়ে পছন্দের খেলোয়ড়া বলে মন্তব্য করেছেন এই ক্রিকেটার। বলেছেন ক্রিষ্টিয়ানো রোনালদো, রোনালদিনহোদের কথাও।
সোশ্যাল মিডিয়ায় কেমন সময় কাটান এমন প্রশ্নের জবাবে বলেন- ফেইসবুক, টুইটার বা ইনস্ট্রাগ্রামে আমি খুব বেশি সময় কাটাইনা তবে ইউটিউবে আমি প্রচুর সময় কাটাই, কারন প্রচুর মুভি দেখি আমি।
আরো পড়ুন- টাইগারদের করোনা টেস্ট করতে চায় বিসিবি
যুগের পর যুগ কেটে যায় তবুও মানুষ ভোলেনা তাকে
টিভিতে আজকের খেলা কার, কখন দেখতে
সমালোচনা এবং ডিসিপ্লিন মানেন না এমন গুজবের জবাবে বলেন- দেখুন আমার পার্সেনাল লাইফ আছে সেটা ভিন্ন বিষয়, তবে আমি জাতীয় দলের প্র্যাকটিস করার সময় কখনো ফাঁকি দিইনি। জাতীয় দলের জন্য কখনোই আমার ছাড় ছিলোনা।
কিছু মানুষ অতিরঞ্জিত করে বলে যেমন কিছু কিছু ইউটিউবার আছে যারা সামান্য কিছু হলেও কথায় কথায় আমাকে নিয়ে ভিডিও ছাড়ে তিলকে তাল করে। যাক এটা একদিক দিয়ে ভালো, গরিব ইউটিউবাররা আমার নাম বিক্রি করে কিছু টাকা তো ইনকাম করে (হাঁসি)… ।
তবে কিছু কিছু নিউজের ব্যাপারে আপত্তি জানিয়েছেন নাসির হোসেন তিনি বলেছেন কিছু নিউজ এমনভাবে করে যা একেবারেই অযৌক্তিক ‘একি করেছেন নাসির হোসেন’ ? এই টাইপ এরা যাস্ট আমার নাম বেচে টাকা কামাই করছে।
কখনো কেঁদেছেন এমন প্রশ্নের জবাবে বলেছেন- আমার যখন খারাপ লাগে তখন আমি একা একাই কাঁদি, আমি ১০/১৫ মিনিট ধরে একা একাই কাঁদি। এমন করার পর আমি নিজেকে হালকা অনুভব করি।
৮০ সিম নিয়ে প্রশ্নের জবাবে নাসির হোসেন
মাশরাফির লাইভের কমেন্টস বক্সের কথা তুলে এক প্রশ্নের জবাবে- মজা করে বলেন ৮০ টা সিম তাহলে নিলামে তোলাই যায় (হাঁসি)… যে সিমগুলোর নাম্বার ভালো সেগুলোর দাম বেশি। আসলে এগুলো মানুষ জনের বাড়াবাড়ি একটা মানুষের কখনো ৮০ টা সিম থাকতে পারেনা। যারা এগুলো বলে তারা আসলেই কি নিয়ে বলে আমার জানা নাই।
ঐ যে আবারো বলছি কিছু গরিব ইউটিউবার আছে তারাই এগুলো করে।
এই বিষয়ে সমালোনার জবাবে নাসির হোসেন আরো বলেন আমি আমার পরিবারের সাথে থাকি আমার বাবা মা জানে আমি কেমন। যে পর্যন্ত আমার বাবা মা বলবে আমি ভালো ততক্ষন পর্যন্ত আমি মনে করি আমি ভালো, কে কি বললো তাতে আমার কিছু আসে যায়না।
শেষ পর্যন্ত নাসির হোসেন বলেন আমি কারো জন্য আমাকে পরিবর্তন করবোনা, তবে জাতীয় দলে যদি সুযোগ পাই আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবো।
করোনা ভাইরাসে সবাইকে সাবধানে এবং নিজের ঘরে নিজের পরিবারের সাথে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এই ক্রিকেট তারকা।
আমরা চাই নাসিরের মতো ক্রিকেটার আবারো জাতীয় দলে ফিরে আসুক দেশের হয়ে লড়াই করুক।