আগামী ১৮ই আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিপিএল টি টুয়েন্টি লিগের প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে কিছুদিন আগে। সেখানে খেলছেন না কোনো বাংলাদেশি ক্রিকেটার। তবে ভেতরের খবর হচ্ছে সিপিএল খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তামিম, মুস্তাফিজ, রিয়াদ।
৬ দলের এই ফ্যাঞ্জাইজ টুর্নামেন্টের ৮ম আসর ৬ দ্বীপে হওয়ার কথা ছিলো। তবে নতুন সূচি অনুযায়ী শুধুমাত্র ত্রিনিদাদেই হবে এই টুর্নামেন্ট। কোভিড ১৯ পরিস্থিতির কারনে বাড়তি ভ্রমনের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সিপিএল কতৃপক্ষ।
আরো পড়ুন- সিপিএলের ড্রাফট শেষে কোন দল পায়নি কোন বাংলাদেশি
যদিও তামিম সিপিএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্য। ক্রিকবাজকে দেওয়া এক স্বাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, ”একটা দলের কাছ থেকে আমার কাছে প্রস্তাব এসেছিলো কিন্তু আমাদের ঘরোয়া মৌসুম শীঘ্রই শুরু হতে পারে এজন্য আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।“
মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্য চুক্তির খুব কাছাকাছি ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি সিপিএল খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তিনি বলেন, ”আমি সিপিএলের কাছ থেকে যে প্রস্তাব পেয়েছিলাম তা আমার জন্য বেশ ভালো ছিলো কিন্তু পরিবারের সদস্যদের উদ্বিগ্ন হওয়ার কারণে আমি সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আমার পরিবারই আমার কাছে মূখ্য।“
তামিম-রিয়াদের সিপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও মুস্তাফিজের এখনো সে অভিজ্ঞতা হয়নি। আইপিএল খেলা অভিজ্ঞতা থাকলেও আগে কখনো সিপিএল খেলার অভিজ্ঞতা হয়নি তার। এবার সুযোগ ছিলো সেখানে অংশ নেওয়ার কিন্তু তিনিও সিপিএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাঁহাতি এই পেসার জানিয়েছেন, ”আমি জানিনা আমাদের ঘরোয়া ক্রিকেট কবে নাগাদ শুরু হবে। যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়, এর তীব্রতা যদি কমে তাহলে স্থগিত হওয়া সিরিজ গুলো দ্রুত শুরু হবে। সেক্ষেত্রে আমি যদি তাদের কোনো দলের সাথে চুক্তি করে প্রয়োজনের সময় না খেলতে পারি তাহলে তাদের জন্য সমস্যা হবে।“
যদি সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যায় তাহলে ঢাকা প্রিমিয়ার লিগ আগস্টের মাঝামাঝি নাগাদ শুরু হতে পারে। তার আগে প্লেয়ারদের ক্যাম্প শুরু হতে পারে। শেষ অবধি ঢাকা প্রিমিয়ার লিগ শুরু না করতে পারলে জাতীয় দলের প্লেয়ারদের নিয়ে একটা প্রশিক্ষন শিবির করার পরিকল্পনা করছে বিসিবি।