- Advertisement -
ম্যানচেস্টার সিটির সাথে নতুন চুক্তি করেছেন বেলজিয়ামের তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনে। ২০২৪-২৫ মৌসুমের শেষ পর্যন্ত সিটিতে থাকবেন কেভিন ডি ব্রুইনে। গতকাল এই চুক্তি করে সিটি।
২০১৫ সালে ভলফসবুর্ক থেকে সিটিতে যোগ দিয়ে এখন পর্যন্ত দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও চারটি লিগ কাপ জিতেছে ২৯ বছর বয়সী ডে ব্রুইনে। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ২৫৫ ম্যাচে ৬৫ গোল করার পাশাপাশি ১০৫ গোলে সহায়তা করে ডে ব্রুইনে।
সিটির মধ্য মাঠের এই কারিগর কোন এজেন্ট ছাড়াই নিজের চুক্তি নবায়ন করে একটি নজির স্থাপন করেছেন।