গত বৃহস্পতিবার থেকে অসুস্থ্য বোধ করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি । তার পরিপ্রেক্ষিতে করোনা টেস্ট করান শহীদ আফ্রিদি, আজ নিজেই তার টুইটার একাউন্টে নিশ্চিত করেন যে তিনি করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন।
I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome
— Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2020
সবার কাছে নিজের সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার। চলমান করোনা ভাইরাসের দুঃসময়ে বেশ কিছু মহতী উদ্যোগও নিয়েছিলেন শহীদ আফ্রিদি। আফ্রিদি ক্রিকেট থেকে অবসরে নেওয়ার পর হোপ নট আউট নামের একটি দাতব্য সংস্থা পরিচালনা করে।
এই করোনা ভাইরাস চলা কালে নিজ দেশের মানুষের সেবায় এগিয়ে গিয়েছে। নিজ দেশের বিভিন্ন যায়গায় ত্রাণ বিতরণ করেছেন, এমনকি বাংলাদেশেও হাত বাড়িয়েছেন সহযোগিতার। মুশফিকুর রহিমের নিলামে তোলা ব্যাট গত ১৩ই মে কিনে নিয়েছিলেন ১৭ লক্ষ টাকায় যাতে মুশফিকও যেনো অসহায় মানুষের পাশে দাড়াতে পারে।
ফুটক্রিকইনফোর পক্ষ হতে শহীদ আফ্রিদির জন্য শুভকামনা থাকলো যেনো দ্রুত সুস্থ হয়ে উঠে এবং আবারো মানুষের পাশে দাড়াতে পারে।