- Advertisement -
গত ২৮ এপ্রিল ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ সব ধরনের খেলাধুলা আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা দেওয়ার পর ফ্রান্স ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নস ছাড়াই লীগ ওয়ান বাতিল করে। আজ আবার ফেডারেশনের সভায় ক্লাব গুলোর মতামতের ভিত্তিতে পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা দেওয়া হয়।
২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ৮ম শিরোপা ঘরে তুলে পিএসজি।
১৮ গোল করে যৌথ ভাবে টপ গোল স্কোরার মোনাকোর ওইসিয়াম বেন ইয়াদার এবং পিএসসি’র কিলিয়ান এমবাপ্পে।
এদিকে এই ঘোষণা কপাল পুড়লো লিওনের। ১৯৯৭ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লীগ বা ইউরোপা লীগ কোনটাই খেলা হচ্ছে না।
লীগ টেবিল অনুযায়ী চ্যাম্পিয়নস লীগ এবং ইউরোপা লীগ খেলার সুযোগ পাচ্ছেঃ
২০২০-২১ চ্যাম্পিয়নস লীগঃ
পিএসজি, মার্শেইলি, রেন্নেস।
২০২০-২১ ইউরোপা লীগঃলি
ল্লি, মেইমস, নেইস।