দল বদলের মৌসুম শুরুর আগ থেকেই ক্রিষ্টিয়ানো রোনালদোর ইউনাইটেড ছেড়ে দেওয়ার গুঞ্জন ঢালপালা মেলে। প্রাক মৌসুমে দলের সাথে যোগ না দিয়ে ক্রিষ্টিয়ানো সেই গুঞ্জন আরো বাড়িয়ে দেন।
নিজের এজেন্টের মাধ্যমে বিভিন্ন দলের সাথে যোগাযোগ করেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগ খেলা কোন দল ঠিক করতে না পেরে অবশেষে ইউনাইটেডের হয়ে ট্রেনিং এ ফিরেছে ক্রিষ্টিয়ানো রোনালদো খেলে ফেলেছেন ১ টি অফিশিয়াল ম্যাচও।
তবুও লম্বা দল বদলের এই সময়ে রোনালদোর দল বদলের খবর যেন বন্ধই হচ্ছেনা। বিশ্বের নামকরা বেটিং সাইটগুলোর বেটিং মতে ক্রিষ্টিয়ানো রোনালদো শেষ পর্যন্ত বাধ্য হয়ে ম্যানচেষ্টার ইউনাইটেডেই থাকতে হবে। তবে বেটিং সাইটগুলোতে এর পরের অবস্থানেই রয়েছে রোনালদোর শুরুর ক্লাব স্পোর্টিং লিসবনের বাজি।
তাদের মতে রোনালদো যে করেই হোক শেষ পর্যন্ত ইউনাইটেডে থাকবে না। স্পোর্টিং লিসবনের হয়ে চ্যাম্পিয়ন্সলীগে খেলার জন্য যে কোন মূল্যেই দল ছাড়বেন ক্রিষ্টিয়ানো রোনালদো।
এখন দেখা যাক কার পক্ষে বাজির ঘোড়া ধরা দেয়…
পাঠক আপনার কি মত এই বিষয়ে?