বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হলে এবং লীগ শুরু না হলে লীগ টেবিলে শীর্ষৈ থাকার সুবাদে বার্সেলোনাকে লা লীগা চ্যাম্পিয়ন ঘোষনা করা হতে পারে, তবে এমনটা করলে তা কখনোই ফেয়ার হবেনা বলে মন্তব্য করেছেন লীগ টেবিলে বর্তমানে ২ নম্বরে থাকা রিয়াল গোল কিপার থিবু কর্তোয়া।
- Advertisement -
কর্তোয়া ২০১৯-২০ সীজনে লীগ টেবিলকে সামনে এনে বলেছেন আমরা বার্সেলোনা থেকে মাত্র ২ পয়েন্ট পিঁছিয়ে আছি। আমরা তাদের সাথে একটি ম্যাচ ড্র করেছি অপর ম্যাচটি জিতেছি, তাই শুধু পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদেই তাদের চ্যাম্পিয়ন ঘোষনা করাটা বৈধ হবে বলে আমি মনে করিনা।
লা-লীগা কর্তৃপক্ষ যদি সত্যি সত্যিই খেলা না হলে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষনা করে তবে তা মোটেও আমার ভালো লাগবে না। এটা আমাদের জন্য হবে দুর্ভাগ্যজনক।
তবে ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুলের ব্যাপারে তিনি এর ভিন্নতা দেখছেন! তিনি বলেছেন লিভারপুলের ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে, কারন দ্বিতীয় দলটি অনেক পিঁছিয়ে আছে লিভারপুলের থেকে; সেখানে চ্যাম্পিয়ন ঘোষনাকে তিনি তাই স্বাভাবিকভাবেই দেখছেন।
কর্তোয়া বলেছেন এখনো প্রায় ১১টি ম্যাচ বাকি রয়েছে লীগের যার পুরোটা শেষ করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করতে চান তিনি।