লা লীগা অফিশিয়ালী নিশ্চিত করেছেন লা লীগা সান্তান্দার এবং লা লীগা স্মার্ট ব্যাংক এর দলগুলোর মধ্যে মোট ৫ জন খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত।
- Advertisement -
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই খবর প্রকাশ করে। আক্রান্ত খেলোয়ড়দের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের পরবর্তীতে টেস্ট করে নেগেটিভ পেলে খেলায় ফিরিয়ে আনা হবে।
কোন কোন খেলোয়াড় আক্রান্ত হয়েছে তা না বললেও সূত্র অনুসারে খবর অ্যাতলাটিকো মাদ্রিদের রেনান লোদি সহ বাকি ৪ জনের ২ জন রিয়াল বেতিসের, একজন গেতাফের এবং একজন লা লীগা স্মার্ট ব্যাংকের দলের খেলোয়াড়।
উল্লেখ্য লা লীগা দলগুলোকে ব্যক্তিগতভাবে ট্রেনিং এর অনুমোদন দিয়েছে, ইতোমধ্যেই বার্সা-রিয়াল ট্রেনিং এ নেমে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ই জুন থেকে লা লীগা শুরু করার কথা রয়েছে।