করোনা ভাইরাসের কারনে৩ মাস বন্ধ থাকার পর শুরু হওয়া লা লীগায় নানান বিতর্কের পরও শিরোপা প্রত্যাশী দুই দল সমান তালেই শুরু করেছে। তবে রিয়াল মাদ্রিদ এখনো কোন ম্যাচে পয়েন্ট না খোয়ালেও অপর শিরোপা প্রত্যাশী বার্সেলোনা ইতোমধ্যেই ড্র করেছে দুই ম্যাচ।
লীগ শুরু হওয়ার পর নিজেদের তৃতীয় ম্যাচে সেভিয়ার সাথে ০-০ ড্র এর পর গতরাতে সেল্টা ভিগোর মাঠে ২-২ গোলে ড্র করে মূল্যবান ৪ পয়েন্ট হারিয়ে বসে বার্সেলোনা। এই ড্র এর ফলে অনেকের মতে লীগ হাতছাড়াই করে ফেললো বার্সেলোনা।
পরিস্থিতি রিয়াল মাদ্রিদের অনুকূল হলেও গাণিতিক হিসাব এখনো লীগে অনেক নাটকিয়তার জন্ম দিতে পারে। যেমনটা এর আগেও ঘটেছে লা লীগায়। লা লীগার শিরোপা নির্ধারন হতে এখনো বেশকিছু সময় অপেক্ষা করতে হবে বলেই মনে হচ্ছে। ১ ম্যাচ কম খেলে বর্তমানে ২ পয়েন্টে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের আজকের খেলা বার্সেলোনার নগর প্রতিদ্বন্ধী এস্পানিওলের বিপক্ষে। লীগের ২০ নম্বর দল হওয়ায় রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটা সহজই হওয়ার কথা, তবে রেলিগেশন এড়াতে এস্পানিওলের পয়েন্ট পাওয়ার আকাংখা হয়তো রিয়ালের জন্য একটি পরিক্ষা হতে পারে।
রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থা বেশ সুবিধাজনক একটি ড্র করলেও তাদের অবস্থান লীগের এক নম্বরেই থাকবে হেড টু হেড বিবেচনায়, তবে দুই প্রতিদ্বন্ধীর পরবর্তী লীগ ম্যাচগুলি কার কার সাথে সেটা বিবেচনা করলে দুই দলই আরো পয়েন্ট হারাতেই পারে।
বার্সেলোনার পরবর্তী ম্যাচগুলি- অ্যাতলাটিকো মাদ্রিদ, ভিলারিয়াল, এস্পানিওল, রিয়াল ভালাদোলিদ, ওসানুসা এবং দেপোর্তিবো আলাভেজ এর বিপক্ষে। অপরদিকে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচগুলি- এস্পানিওল, গেতাফে, অ্যাতলাটিক বিলবাও, দেপোর্তিবো আলাভেজ, গ্রানাডা, ভিলারিয়াল এবং লেগানেস এর বিপক্ষে।
দুই দলের ম্যাচগুলি বিবেচনায় বার্সেলোনার সবচেয়ে বড় পরিক্ষা পরবর্তী ম্যাচ অ্যাতলাটিকো মাদ্রিদ যেটা ন্যু ক্যাম্পে এবং ভিলারিয়ালের সাথে তাদরে ঘরের মাঠে। অপরদিকে রিয়াল মাদ্রিদের বর্তমানে কিছুটা বেশি পরিক্ষায় পড়তে হতে পারে- এস্পানিওল বাঁধা সহজে পার হতে পারলেও পরিক্ষায় পড়তে হতে পারে বিলবাও এবং ভিলারিয়াল ম্যাচ সহ গেতাফে ম্যাচেও। গেতাফে ৫ নম্বর পজিশনের জন্য লড়াই করতে হচ্ছে যেটা রিয়াল মাদ্রিদের মাথা ব্যাথার একটি কারন হতে পারে।
সবকিছুর পরও বার্সেলোনার বর্তমান পরিস্থিতি; ড্রেসিং রুমের পরিবেশ; দলবদলের বাজার সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ লীগ জয়ের জন্য অন্যতম ফেভারিট বলাই চলে। শেষ পর্যন্ত কি হয় সেটা সময়ই বলে দিবে…..