নট আউট নোমান নামক ফেইসবুক পেইজে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে ‘স্লগ ওভারে তামিম’ নামক রাউন্ডে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল খান। সেখানে তিনি কথা বলেছেন মেসি-রোনালদোকে নিয়েও চলুন দেখে নেওয়া যাক ২৫ টি প্রশ্নে তামিম কি কি উত্তর দিয়েছেন। কি বলেছেন মেসি এবং রোনালদোকে নিয়ে?
প্রশ্নোত্তর পর্বঃ
১। পুরো পৃথিবীতে যে কোন একজনকে আপনি লাইভে হোস্ট করতে এমন হলে আপনি কাকে আনতে চাইবেন?
তামিমঃ এটা ক্রিষ্টিয়ানো রোনালদো, এরকম সুযোগ হলে আমি ক্রিষ্টিয়ানোকেই নিজের লাইভে আনতে চাই, এছাড়াও আমি সালমান খানকেও আনতে পছন্দ পছন্দ করবো, সেও আমার পছন্দের একজন।
২। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সবচেয়ে মজার ক্রিকেটার কে?
তামিমঃ সবচেয়ে মজার ক্রিকেটার রুবেল হোসাইন
৩। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে হেয়ার স্টাইল নিয়ে সবচেয়ে বেশি ভাবে কে?
তামিমঃ এটা তাসকিন আহম্মেদ, আমি নিজেও অবশ্য টাক ঢাকার জন্য হেয়ার প্লান্টেশন করিয়েছি যেটা আসলে হেয়ার স্টাইলে পড়েনা (হাঁসি)।
৪। কোন বেশি পুরুষালী জহির খানকে সামনে এসে ছক্কা মারা নাকি পরপর চারটা ফিফটি করে হাতের ইশারায় দেখানো?
তামিমঃ জহির খানকে সামনে এসে ছক্কা হাঁকানো।
৫। বল আকাশে তুলে দিয়েছেন ক্যাচ হতে পারে তখন কি করেন দোয়া দুরূদ পড়েন?
তামিমঃ আশাকরি আল্লাহ আল্লাহ ছেড়ে দেক মিস করুক এমনটাতো করি (হাঁসি) ।
৬। আপনি কোন ইনিংসটি খেলে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছিন?
তামিমঃ ২০১০ সালে মিরপুরে ইংল্যান্ডের সাথে ১২৫ রানের ইনিংসটি।
৭। ৯৯ রানে পার্টনারের ভুলে রান আউট হলে কি বলবেন?
তামিমঃ মেরেটেরে ফেলতে পারি (হাঁসি), তবে আমার রাগ ৫-১০ মিনিট ঐ সময়ের মধ্যে সে সামনে না আসলে সে সেইফ (হাঁসি)।
৮। লিওনেল মেসি কি কারনে ক্রিষ্টিয়ানো রোনালদো থেকে ভালো খেলোয়াড়?
তামিমঃ কোন কারনই নাই, রোনালদো সবদিক থেকে ভালো,
প্রশ্নকর্তা- একটা কারনও নাই? তামিম- কোন কারনই নাই, আর যদি কারনই জানতে চান তবে আপনি বিশ্বকাপের পারফরম্যান্স দেখে নেন, দেশের জন্য কে কতটুকো করেছে তা দেখে নেন।আমি বিপিএলে, প্রিমিয়ার লীগে কি করেছি তা দিয়ে তো আপনি আমাকে কাউন্ট করেন না। আপনি আমাকে কাউন্ট করেন আমি দেশের হয়ে কি করেছি।
আরো পড়ুন: ক্রিকেটার নাসির হোসেনের মজাদার ইন্টারভিউ
৯। এমন কোন ইচ্ছা আছে যা এখনো পূরন হয়নি?
তামিমঃ ক্রিকেট মাঠে আমি একটি আইসিসি ট্রপি জিততে চাই, আর ক্রিকেট মাঠের বাহিরের কথা বললে আমার সুন্দর একটা বাসা থাকবে এই ইচ্ছা অপূর্ন রয়েছে।
১০। আপনার স্ত্রী আপনাকে একদিনে একবারের জন্য কোন নায়িকাকে ডিনারে নিতে অনুমতি দিলে কাকে নিবেন?
তামিমঃ এটা দিপিকা পাডুকোন ।
১১। জাতীয় দরে নাজমুল অপুর পর কে ভালো নাগিন ড্যান্স দেয়?
তামিমঃ নাজমুল অপুর চেয়ে ভালোও দেয় মুশফিক (হাঁসি) কোমরটা নাজমুল অপু অতটা নাচাতে পারেনা যতটা মুশফিক পারে ।
১২। জাতীয় দলে সবচেয়ে কৃপন কে?
তামিমঃ এটা রুবেলও বলতে পারেন সৌম্যও বলতে পারেন।
১৩। আপনাকে যদি একটা ক্ষমতা দেওয়া হয় বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার শেষ করবেন অথবা সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে ক্যারিয়ার শেষ করবেন কোনটা বেছে নিবেন?
তামিমঃ সর্বকালের সেরা অধিনায়ক হিসেবেই ক্যারিয়ার বেছে নিবো কারন ক্যাপ্টেন ভালো করলে দল এমনিতেই ভালো করবে।
১৪।কোনটি বেশি মধুর- ১০ বছরের প্রেম নাকি ৭ বছরের দাম্পত্য জীবন?
তামিমঃ একটু ভেবে… ১০ বছরের প্রেম এটা বেশি মজার ছিলো।
১৫। আপনার গায়ে হলুদে আপনার গায়ে ছিলো লাল রং এর পাঞ্জাবী আপনার স্ত্রীর শাড়ির রং কি ছিলো?
তামিমঃ গ্রীন এন্ড ইয়োলো পাশ থেকে স্ত্রী হয়নি মন্তব্য করায় পরবর্তীতে রেড, গ্রীন এন্ড ইয়োলো।
১৬। দুটো বিশ্বএকাদশের একটা দলের অধিনায়ক ব্রায়ান লারা অন্যটার শচিন টেন্ডুলকার আপনি কার দলে খেলতে চাইবেন?
তামিমঃ শচিন টেন্ডুলকার।
১৭।বাংলাদেশ দলে আপনার সবচেয়ে ভালো বন্ধু মুশফিক কিন্তু সবচেয়ে বেশি ঝগড়া হয় কার সাথে?
তামিমঃ এটাও মুশফিক, মুশফিকের সাথেই আমার সবচেয়ে বেশি ঝগড়া হয়।
১৮। ৫ জন ক্রিকেটারের নাম বলবো (মুশফিক, সাকিব, সৌম্য, মোস্তাফিজ, রুবেল) তারা ক্রিকেটার না হলে কি হতে পারতেন?
তামিমঃ মুশফিক (প্রফেসর), সাকিব- বিজনেসম্যান, সৌম্য- সরকারি অফিসার, মোস্তাফিজ-কৃষি বিষয়ক কিছু, রুবেল- রাজনীতিবিদ।
১৯। আপনার নৌকায় দুজন আছে আপনি একজনকে বাঁচাতে পারবেন অন্যজন মরে যাবে (মাশরাফি না রিয়াজ), (লিটন না সৌম্য), (রুবেল না তাইজুল)?
তামিমঃ মাশরাফি, সৌম্য, তাইজুলকে বাঁচাবো।
২০। ক্যারিয়ার শেষে কি হতে চান- কোচ, ধারাভাষ্যকার, ক্রিকেট বোর্ডের পরিচালক?
তামিমঃ একটু ভেবে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলতে পারেন।
২১। ভবিষ্যতে রাজনীতিতে আসার ইচ্ছা আছে?
তামিমঃ একদমই না।
২২। টম এন্ড জেরি নাকি মিঃ বিন?
তামিমঃ টম এন্ড জেরি।
২৩। ক্যারিয়ারে কার বল খেলতে ভয় লেগেছে?
তামিমঃ শোয়েব আকতার।
২৪। কোন বোলারকে দেখলেই ছক্কা মারতে ইচ্ছে করে?
তামিমঃ উমেষ যাদব।
২৫। আপনার প্রিয় একটা জিনিস (কুকুর) লিটন কুমার আপনাকে উপহার দিতে চায় আপনি কতটা খুশি হবেন?
তামিমঃ আমি আসলে কুকুর পছন্দ করার পাশাপাশি ভয়ও পাই এটা কমপ্লিকেটেড একটা জিনিস তবে আমি যদি নিয়ে অন্য কোথাও রাখতে পারি তবে উপহার নিতে আমি খুশিই হবো।