৩৫ বছর বয়সে এসে যখন অনেক ফুটবলার অবসরের কথা চিন্তা করে তখন তার উল্টো দিকে চলছে পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন এই বয়সে এসে। বর্তমানে খেলছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে।
ফুটবল ইতিহাসের সেরা গোল স্কোরার হচ্ছে অস্ট্রিয়ান-চেক ফুটবলার জোসেফ বিচেন করেছেন ৮০৫ গোল।
এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত করেছে ৭৭৪ গোল। জোসেফ বিচেন থেকে পিছিয়ে আছে মাত্র ৩১ গোল। তৃতীয় স্থানে আছে ব্রাজিলিয়ান রোমেরো ৭৭২, চতুর্থ স্থানে আছে স্বদেশী পেলে ৭৬৭, হাঙ্গেরিয়ান ফুটবলার পুস্কাস ৭৪৬, ষষ্ঠ স্থানে আছে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি ৭৪২ গোল। রোমেরো, পেলে এবং পুস্কাসকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে লিওনেল মেসির।
আন্তর্জাতিক ফুটবলে ১০২ গোল করে আছে সবার উপরে যারা এখন পর্যন্ত ফুটবল খেলতেছে। ইরানের আলি দেইয়র ১০৯ গোল করে আছে সবার উপরে। রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে টপ স্কোরার হতে দরকার ৭ গোল।
সোর্স goal.com
- Advertisement -