রাউল গঞ্জালেস রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলার। দীর্ঘদিন রিয়ালের জার্সিতে মাঠ মাতিয়েছেন এই কিংবদন্তী। একাবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি ম্যাচে লস ব্লাঙ্কোস শিবিরের আধিনায়কত্ব করেছেন। তার এই রেকর্ড এখন হুমকির মুখে।
- Advertisement -
রিয়াল মাদ্রিদের বর্তমান অধিনায়ক সার্জিও রামোসও অনেকদিন ধরে রিয়াল মাদ্রিদে আছেন। ক্লাবটির হয়ে খেলেছেন ১০৮৯ ম্যাচ। ইকার ক্যাসিয়াসের ক্লাব ছাড়ার পরে হাতে তুলে নিয়েছেন অধিনায়কের বাহুবন্ধনী।
এরমধ্যে অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন ২৫২ বার। যা রাউল গঞ্জালেসের চেয়ে মাত্র ৪৬ ম্যাচ কম। একাবিংশ শতকে লস ব্লঙ্কোসদের হয়ে সর্বোচ্চ ২৯৮ ম্যাচে অধিনায়কত্ব করেছেন রাউল গঞ্জালেস। রামোস রিয়াল মাদ্রিদের সাথে নতুন চুক্তি করলে খুব শীঘ্রই হয়তো রাউলের রেকর্ড নিজের করে নেওয়ার গৌরব অর্জন করবেন।
আরো পড়ুন: মূল দলের সাথে ফিরছে মার্কো এসেন্সিও
বিগত ৫ বছরে রামোস রিয়ালের অধিনায়ক হিসাবে হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ সহ জয় করেছেন ১১টি ট্রফি। যার ১০টিই বর্তমান কোচ জিদানের অধিনে এবং অপরটি সান্তিয়াগো সোলারির অধিনে।