ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টের ২য় দিন শেষে চালকের আসনে পাকিস্তান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শান মাসুদ ও বাবর আজম ম্যাচের লাগান নিজেদের হাতে নিয়েই মাঠে নামে।
কিন্তু দিনের শুরুতেই পাকিস্তানকে কোনঠাসা করে ফেলে ইংল্যান্ড পেসাররা। শুরুটা হয় দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজকে দিয়ে। এন্ডারসনের দারুণ আউট সুংইয়ে বিভ্রান্ত হয়ে ৬৯ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর আসাদ শফিক (৭) ও রেজওয়ান (৯) অল্পসময়েই বিদায় নেন। তবে দ্রুত ৩ উইকেট হারালেও পাকিস্তান ঘুরে দাঁড়ায় ওপেনার শান মাসুদ ও শাদাব খানের ১০৫ রানের জুটিতে। এক পর্যায়ে ৪৫ রান করে শাদাব বিদায় নিলেও ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি তুলে নেন মাসুদ। টেল এন্ডারদের নিয়ে লড়ােই করে দলকে ৩২৬ রানে নিয়ে যেতে সাহায্য করেন তিনি। ৯ম ব্যাটসম্যান হিসাবে আউট হওয়ার আগে খেলেন ১৫৬ রানের দুর্দান্ত ইনিংস।
আরো পড়ুন- স্টার্লিং-ব্যালবার্নির জোড়া শতকে আইরিশদের সিংহ বধ!
জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ধসে পড়ে স্বাগতিক ইংল্যান্ড। শাহীন ও আব্বাসের বোলিং তোপে ১২ রানেই ৩ সাজঘরে ফেরে ৩ ইংলিশ ব্যাটসম্যান। শুরুর ধাক্কা সামাল দিতে দিতে ১৪ রান করে বিদায় নেন সদ্য বাবা হওয়া ইংলিশ ক্যাপ্টেন জো রুট। এরপর আর কোনো উইকেট না হারালে ৪ উইকেটে ৯২ রান করে দ্বিতীয় দিন শেষ করে ইংলিশরা।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে): পাকিস্তান-৩২৬/১০; শান মাসুদ ১৫৬, বাবর আজম ৬৯, শাদাব খান ৪৫; স্টুয়ার্ট ব্রড ৫৪/৩, জোফরা আর্চার ৫৯/৩; ইংল্যান্ড- ৯২/৪; ওলি পোপ ৪৬*, বাটলার ১৫*; মোহামম্দ আব্বাস- ২৪/২।