২০১৯ সালের কোপা আমেরিকায় চিলির বিপক্ষে লাল কার্ড দেখায় ১ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মেসি। আজ আর্জেন্টিনা প্রেসিডেন্টের হস্তক্ষেপে কনমেবলের গভার্নিং বডি সে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। পুরানো খবর!
সবার প্রশ্ন জাগতে পারে হঠাৎ করে মেসির নিষেধাজ্ঞা কনমেবল কেন তুলে নিল? আসলে কোনো প্লেয়ার যদি নিষিদ্ধ হয় এবং নিষেধাজ্ঞা সার্ভ করার আগে যদি ১ বছর কেটে যায়, তাহলে ঐ প্লেয়ারের নিষেধাজ্ঞা উঠে যাবে। মেসি যেহেতু গত বছর জুলাই মাসের ৬ তারিখ লাল কার্ড দেখেছিল এবং ঐ বছরই জুলাই মাসের ২৩ তারিখ নিষিদ্ধ হয়েছিল সেহেতু কোনো কম্পেটিটিভ ম্যাচ ঐ এক বছরে হয়নি যেখানে মেসি তার নিষেধাজ্ঞা সার্ভ করতে পারে, তাই স্বাভাবিকভাবেই নিষেধাজ্ঞা উঠে গেছে।
এক্ষেত্রে গ্যাব্রিয়েল জেসুস আর গ্যারি মেডেলের নিষেধাজ্ঞাও উঠে যাওয়ার কথা। তবে এখানে ফ্যাক্ট হলো শুধু নিষেধাজ্ঞা উঠবে তিনজনের ক্ষেত্রেই লাল কার্ড বহাল থাকবে।