- Advertisement -
This post is also available in: English
ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘পিকাবু’ এর মাধ্যমে আয়োজিত নিলামে মুশফিকুর রহমানের ব্যাট ১৭ লক্ষ টাকায় কিনে নিলেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট তারকা শহিদ আফ্রিদির ফাউন্ডেশন। মুশফিক নিজেই ফেইসবুক লাইভে এসে এই কথা জানান।
করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তা করতে গত ৯ই মে মুশফিক নিজের এই ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন। ২০১৩ সালে গল টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরী করেন মুশফিক এই ব্যাটের মাধ্যমে। ১৪ই মে পর্যন্ত নিলাম শেষের সময় ছিলো সেই নিলামের ফলাফলই আজ ফেইসবুক লাইভে জানালেন বাংলাদেশের ইতিহাসের সফলতম এই উইকেট কীপার।
ফেইসবুক লাইভে আফ্রিদির ব্যাট কিনে নেওয়ার ঘটনাও প্রকাশ করেন মুশফিকুর রহিম। তিনি বলেন নিলামে ব্যাট তোলার খবরটি আফ্রিদি নিজে দেখে আমার সাথে যোগাযোগ করে এবং ব্যাটটি কিনার আগ্রহ প্রকাশ করে। গত ১৩ই মে তিনি ২০ হাজার ইউএস ডলারের একটি প্রস্তাব দেন, পরবর্তীতে সেই মূল্যেই তিনি ব্যাটটি ক্রয় করে নেন।
মুশফিকুর রহিম ছাড়াও আরো কয়েকজন ক্রিকেট তারকা তাদের বিভিন্ন জিনিস নিলামে তুলেছেন।