ক্রিকেট মাঠে মাশরাফির নেতৃত্ব যেমন বাংলাদেশ ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছে। তেমনি রাজনীতি মাঠের সফলভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন মাশরাফি বিন মর্তুজা। রাজনীতিতে আসার জন্য সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন তিনি কিন্তু কাজ দিয়ে সমালোচকদের জবাব দিচ্ছেন।
- Advertisement -
নাড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য হিসাবে যথাযথভাবে পালন করে চলেছেন তার দায়িত্ব। এলকার মানুষের সুখে দুঃখে থাকছেন তাদের পাশে। এলাকাবাসীর উন্নয়নের জন্য প্রাপ্ত বরাদ্দের সঠিক বন্টনের বিষয়েও খোঁজ রাখছেন তিনি।
বন্টনের দায়িত্ব থাকাদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী দিয়ে তিনি বলেন, ”আমি মন্ত্রণালয় থেকে ঘুরে ঘুরে অর্থের বরাদ্দ এনছি তা ব্যক্তি উন্নয়নের জন্য নয়। প্রতিটা পয়সার হিসাব আমাকে দিতে হবে।”
ইতিমধ্যে নড়াইলে দারুণ কাজের জন্য ব্যপকভাবে প্রশংসিত হচ্ছেন তিনি। কিছুদিন আগে দেশের আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের সাথে ফেসবুক লাইভে প্রশংসার জবাবে তিনি বলেন, “এটা আমার ডিউটি”।