করোনা মহামারীর কারনে স্থগিত হওয়া ইংলিশ প্রিমিয়ার লীগ(ইপিএল) চালু হলো গত রাতে। লীগ পুনরায় চালু হওয়ার প্রথম দিনের বিগ ম্যাচে ৩-০ গোলের বড় জয় পায় ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলা’র শীর্ষরা মুখোমুখি হয়েছিলো আর্সেনালের। সাবেক সিটিজেন এবং বর্তমানে গানার্স কোচ মাইকেল আর্টেতার জন্য মোটেও সুখকর হয়নি ব্রেকডাউনের পর তার প্রথম ম্যাচটি।
খেলার ২য় মিনিটেই গোল করে সিটিজেনদের ১-০ গোলে এগিয়ে নেয় ফরোয়ার্ড রহিম স্টারলিং। ৫১ মিনিটের সময় গোল করে গোল ব্যবধান ২-০ করে সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে। খেলার ৬৫ মিনিটে ডেভিড সিলভার সাব হয়ে নামা মিডফিল্ডার ফোডেন ৯০+১ মিনিটে তৃতীয় গোল করে আর্সেনাল কফিনে শেষ পেরেকটি ঢুকায়। ম্যাচ থেকে কিছু না পেলেও আর্সেনাল ডিফেন্ডার ডেভিড লুইজ খেলার মাঝামাঝি সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়।
অপরদিকে দিনের প্রথম ম্যাচে তথা করোনা পরবর্তী প্রথম ম্যাচে মুখোমুখি হয় এস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
আরো পড়ুন- জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন নাপোলি
অপরদিকে স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে আতলেটিকো মাদ্রিদ। ওসাসুনাকে তাদের মাঠেই ৫-০ গোলে বিদ্ধস্ত করেছে অ্যাতলেটিকো মদ্রিদ। এছাড়া অন্যান্য ম্যাচের মধ্যে এইবারের সাথে ২-২ গোলে ড্র করেছে অ্যাতলেটিক বিলবাও। অপর ম্যাচে সেল্টা ভিগোর সাথের সাথে গোলশূন্য ড্র করেছে রিয়াল ভ্যালাদোলিদ।
জার্মান বুন্দেস লিগায় ঘরের মাঠে মিনজের সাথে ২-০ গোলে হেরেছে বরুশিয়া ডর্টমুন্ড। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ফ্রাঙ্কফুট, লেভারকুজেন ও হোফেইনহ্যাম। অপরম্যাচে ফর্চুনা ডুসেলডার্ফের সাথে ২-২ গোলে ড্র করেছে লেইপজিগ।