চলতি বছর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭তম আসরের আয়োজক ভারত। বৈশ্বিক মহামারীর জন্য গতবছর অস্ট্রেলিয়াতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পর্যন্ত বাতিল করা হয়।
গত মঙ্গলবার ভারতে রেকর্ড ১ লক্ষ ১৫ হাজার মানুষ নতুন করে করোনা ভাইরাসের আক্রান্ত হয়। বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ চলছে ভারতে। নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে চিন্তিত আইসিস। তাই তাদের ভাবনায় ভারতের বিকল্প হিসেবে অন্য দেশের কথা মাথায় আছে। আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, বিকল্প ভাবনা থাকলেও সেটি নিয়ে কাজ শুরু করেননি আমরা এখনও। আমাদের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে।
আইসিসির বর্তমান টার্গেট হচ্ছে আগামী জুনে ইংল্যান্ডে হতে যাওয়া প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের উপর। তারপর আইসিস টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তা করবে। শেষ পর্যন্ত ভারতে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় তাহলে সম্ভাব্য তালিকায় আছে গতবছরের বাদ পড়া আস্ট্রেলিয়া এছাড়া আছে নিউজিল্যান্ড।
এছাড়া আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব কিছু নির্ভর করবে আইপিএলের সফলতার উপর। যদিও একের পর এক প্লেয়ার নতুন করে আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে।