সাবেক লেগানেস প্লেয়ার মার্টিন ব্রেথওয়েটকে এখন হুমকি মনে করছেন লেগানেস বস হ্যাভিয়ে আগুেইরি। তা হঠাৎ এই মন্তব্যের কারণ কি? আজ রাতেই যে তার মুখোমুখি হতে হবে লেগানেসকে। এতদিন তাকে নিয়ে আক্রমণের ছক কষলেও আজ যে তাকে আটকানোর হিসাব করতে হবে আগুইরিকে।
করোনা মহামারীতে খেলা বন্ধ হওয়ার কিছুদিন আগে ডেম্বলের বিকল্প হিসেবে রিলিজ ক্লস পরিশোধ করে তাকে দলে ভিড়ায় বার্সেলোনা। ইতিমধ্যে ব্রেথওয়েট তার প্রতিভার ঝলক দেখিয়েছে। মাঠে নেমে প্রথম ম্যাচেই করেছিলেন এসিস্ট, আর মায়োর্কার বিপক্ষে ৪-০ গোলে জয় পাওয়া ম্যাচে করে ফেলেছেন বার্সেলোনার হয়ে প্রথম গোল।
আরো পড়ুন- ম্যাচ রিভিউঃ মায়োর্কা বনাম এফসি বার্সেলোনা- লা লীগা, ২৮ তম রাউন্ড।
আজরাতেও এই ডেনিস ফরোয়ার্ডকে খেলানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন বার্সা বস কিকে সেতিয়ান। গতকাল এক স্বাক্ষাৎকারে তিনি সুয়ারেজের ব্যপারে কোনো ঝুকি নিতে চান না বলে জানিয়েছেন। তারমানে আজরাতে সাবেক ক্লাবের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে মার্টিন ব্রেথওয়েটকে।