২০১৯-২০ মৌসুমের জন্য ব্যালন ডি’অর দেওয়া হবেনা ইতোমধ্যে এই ঘোষনা দিয়েছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ ফ্রান্সের ম্যাগাজিন ফ্রেন্স ফুটবল। এর আগে ফিফাও ঘোষনা দিয়েছিলো এ বছর তারা ফিফা দ্যা বেষ্ট ঘোষনা করা হবেনা। করোনা ভাইরাসের কারনে ফুটবলের নানা উত্থান পতনের কারনে এই সিদ্ধান্ত নেয় ফুটবলের সবচেয়ে বড় দুই পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ।
কিন্তু তারপরও যদি ব্যালন ডি’অর দেওয়া হতো তবে এই মৌসুমে কে ব্যালন ডি’অর জয়ের সুযোগ ছিলো চলুন সেটা দেখে নেওয়া যাকঃ
সীজনের এই সময়ে বুন্দেসলীগা, ফ্রেন্সলীগ, লা লীগা এমনকি প্রিমিয়ার লীগের শিরোপা জয়ী দল খুঁজে ফেলেও এখনো সিরিআর লীগ চ্যাম্পিয়ন নিশ্চিত নয়; যদিও জুভেন্টাস শিরোপা জিততে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।
সম্ভাব্য ব্যালন শর্ট লিস্টের প্রতিযোগীদের ২০১৯-২০ মৌসুমের পরিসংখ্যানঃ
চ্যাম্পিয়ন্সলীগের দ্বিতীয় রাউন্ডের বাকি ম্যাচগুলো শেষে এই লিষ্টটা পুরো পাকাপোক্ত হবে। সবেচেয়ে বড় কথা চ্যাম্পিয়ন্সলীগের দুই ফাইনালিষ্ট দলে যারা থাকবে তাদের মধ্যে এই লিষ্টের খেলোয়াড়দের মধ্যে যারা থাকবে তার ব্যালন ডি’অর জয়ের সুযোগ সবচেয়ে বেশি থাকতো। এই তালিকায় আরো যোগ হতে পারে পিএসজির নেইমার জুনিয়রের নাম; ফ্রেন্স লীগ এবার সরাসরি চ্যাম্পিয়ন ঘোষনা করায় এই তালিকায় তাদের আপাতত নেই; তবে চ্যাম্পিয়ন্সলীগে ভালো কিছু করলে নেইমার এবং এম্বাপেরও ব্যালন ডি’অর জয়ের সুযোগ তৈরি হতে পারতো।
অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলোঃ
লিওনেল মেসি:
লা লীগার সর্বোচ্চ গোল স্কোরার- ২৫ (পিচিচি)
লা লীগার সর্বোচ্চ এসিস্ট মেকার- ২১ ( লা লীগা রেকর্ড)
ক্রিষ্টিয়ানো রোনালদো:
সম্ভাব্য সিরিআ টপ স্কোরার-৩০ (সম্ভাব্য গোল্ডেন বুট বিজয়ী)
সম্ভাব্য সিরিআ চ্যাম্পিয়ন
লেওয়ন্ডস্কি:
বুন্দেসলীগা টপ স্কোরার-৩৪ (সম্ভাব্য গোল্ডেন বুট বিজয়ী)
চ্যাম্পিয়ন্সলীগ টপ স্কোরার-১১ (এখন পর্যন্ত)
বুন্দেস লীগা চ্যাম্পিয়ন
ডিএফবি ফোকাল চ্যাম্পিয়ন
কেভিন ডি ব্রুইনা:
প্রিমিয়ার লীগ টপ এসিস্ট মেকার-১৮
করিম বেঞ্জামা:
লা লীগা চ্যাম্পিয়ন
রিয়াল মাদ্রিদ টপ স্কোরার