বুন্দেসলিগায় বায়ার্নের জয়রথ চলছেই। গতকাল ঘরের মাঠে এলিয়াঞ্জ এরেনায় খড়কুটোর মত উড়িয়ে দিয়েছে ফ্রাঙ্কফুটকে। সাথে লিগ টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করলো হ্যান্স ফ্লিকের শীষ্যরা।
খেলার শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকে বায়ার্ন মিউনিখ। ১৭ মিনিটেই ফল পেয়ে যায় তারা। মুলারের ক্রস থেকে পা ছুইয়ে গোলের মুখ খোলেন লেওন গোরেৎজেকা। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মুলার নিজেই। আলফানসো ডেভিসের ক্রস থেকে সহজ ট্যাপ ইনে বলে জড়াতে কোনো ভুল করেন নি তিনি। তারপর বিরতি থেকে ফিরেই কোম্যানের এসিস্টে আবারও ফ্রাঙ্কফুটের জালে বল, এবারের হন্তা লেওয়ান্ডস্কি।
তবে ৫২ ও ৫৫ মিনিটে দুই গোল শোধ দিয়ে খেলায় কিছুটা উত্তেজনা ফিরিয়ে আনে মার্টিন হিন্টেগার। তবে ৬১ মিনিটে আলফানসো ডেভিসের গোলে তা পন্ড হয়। ৭৪ মিনিটে আবারও গোল করেন মার্টিন হিন্টেগার তবে এবার তা নিজেদের জালে। ফলে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
দিনের অরেক ম্যাচে ভুলসবার্গের বিপক্ষে ২-০ গোলের জয় পায় বরুশিয়া ডর্টমুন্ড। ৩২ মিনিটে রাফায়েল গুরোরোর গোলে এগিয়ে যায় বরুশিয়া। এরপর ৭২ মিনিটে আশরাফ হাকিমির গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। বাকি সময় আর গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বরুশিয়া ডর্টমুন্ড।
আরো পড়ুন- অফিশিয়াল: লা লীগা শুরু হচ্ছে ৮ই জুন।
আগস্টের ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে লিগ ওয়ান
অন্যান্য ম্যাচে পেডারবার্নের সাথে ১-১ গোলে ড্র করেছে হোফেনহাম, বরুশিয়া মুনশেন গ্লাডবাখের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বেয়ার লেভারকুজেন এবং ফ্রেইবুর্গের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ১০ জনের ওয়ার্ডার ব্রেমেন।