বিশ্বকাপ হবে কি না নিশ্চয়তা নেই, তবে আইপিএল নিয়ে যেন অনেকের রাজ্যের মাথাব্যথা। কেউ কেউ তো এমনও বলছেন, করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ মাঠে না গড়ালে সেই সময় আইপিএল আয়োজন করা যেতে পারে। তবে এমন অদ্ভুত প্রস্তাব ভালো লাগেনি সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যালান বর্ডারের।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক মনে করেন, যদি ভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয় তাহলে আইপিএলও বাতিল হওয়া উচিৎ। বিশ্বকাপকে আইপিএলের চেয়ে বেশি প্রাধান্য দেওয়ার পক্ষে তিনি।
আইপিএল শুরু হওয়ার কথা ছিল গত মার্চে। লকডাউনের কারণে তা পিছিয়ে এপ্রিলে শুরু করার চিন্তাভাবনা করা হচ্ছিল। তবে করোনার প্রাদুর্ভাব বাড়ায় এ বছরের আইপিএল আলোর মুখ দেখেনি এখনো।
এমন পরিস্থিতিতে অনেকেই পরামর্শ দিচ্ছিলেন- বিশ্বকাপের সময়ে আইপিএল আয়োজন করতে।
বর্ডার মনে করেন, বিশ্বকাপ মাঠে না গড়ালে আর আইপিএল গড়ানোর সুযোগ থাকলেও আইপিএল আয়োজন করা উচিৎ নয়। তিনি বলেন, ‘আইপিএল তো ভারতের একটা ঘরোয়া টুর্নামেন্ট| বিশ্বকাপের থেকে তা গুরুত্বপূর্ণ হতে পারে না। যদি বিশ্বকাপ না হয়, তা হলে যেন আইপিএল-ও না হয়।’
ব্যাপক অর্থকড়ির কারণে আইপিএলের প্রতি ক্রিকেট অঙ্গনের মোহের কমতি নেই। অনেকেই তাই বিশ্বকাপের চেয়ে আইপিএল নিয়ে বেশি আগ্রহী। তবে বিশ্বকাপের চেয়ে আইপিএল প্রাধান্য পেলে তা যে শোভনীয় হবে না, বর্ডার তাই মনে করিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘বিশ্বকাপের জায়গায় যদি আইপিএল হয়, তা হলে খুবই খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। যদি বিশ্বকাপের জায়গায় আইপিএল হয়, তা হলে অন্য দেশগুলোর প্রতিবাদ জানিয়ে আইপিএল-এ প্লেয়ার ছাড়া উচিত নয়।’
[…] […]