This post is also available in: English
বিশ্বকাপ জয়ী জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার বায়ার্ন মিউনিখের সাথে নতুন চুক্তি করতে যাচ্ছে এমনটিই শুনা যাচ্ছে। এদিকে শালেকের তরুণ গোলকিপার আলেকজান্ডার নুবেলকে দলে নিচ্ছে বায়ার্ন মিউনিখ। ম্যানুয়েল নয়্যারের জন্য নুবেল বড় প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। তা জানার পরও নতুন চুক্তি করতে যাচ্ছেন নয়্যার এমনটাই শুনা যাচ্ছে।
যখন থেকে শুনা যাচ্ছে আগামী জুনে শালেকের গোলকিপার আলেকজান্ডার নুবেল বায়ার্নে যোগ দিচ্ছে। তখন থেকে শুনা যাচ্ছে ৩৪ বছর বয়সী ম্যানুয়েল নয়্যার বায়ার্ন মিউনিখ ছেড়ে দিচ্ছে।
এদিকে নতুন চুক্তির কথা শুনার পর বায়ার্ন প্রেসিডেন্ট বলেন,
“আমি এই সিদ্ধান্তের খুব প্রশংসা করব এবং খুব খুশি হব যদি নয়্যার আগামী কয়েক বছর বায়ার্নে থাকতেন। আমি বিশ্বাস করি নয়্যার এখনও বিশ্বের সেরা গোলরক্ষক”।
“আমি আরও বিশ্বাস করি যে আলেকজান্ডার নুভেলকে চুক্তিবদ্ধ করা বায়ার্নের জন্য সঠিক সিদ্ধান্ত। আমি ধন্যবাদ জানাই ক্রীড়া পরিচালক হাসান সালিহিমিডজিকে।
আজকের খেলা কখন, কোন চ্যানেলে দেখতে ক্লিক করুন
ম্যানুয়েল নয়্যার ২০১১ সালে শালেক থেকে বায়ার্ন মিউনিখের যোগ দেয়। বায়ার্নের হয়ে ৭ টি বুন্দেসলিগা, ৪ টি ডিএফবি-পোকাল এবং ১ টি চ্যাম্পিয়নস লীগ জিতেছে জার্মান বিশ্বকাপ জয়ী গোলকিপার।