চলমান লকডাউনের মধ্যে বাসা বাড়ি নিয়ে সমস্যার মুখে পড়েছে কলকাতার ইস্টবেঙ্গলের দুই প্লেয়ার এবং ফিজিক্যাল ট্রেইনার। লকডাউনের শুরুতে দলে বাকি বিদেশি প্লেয়ারেরা দেশে ফিরে গেলেও দেশে ফিরে যায় নাই ফ্রান্সের কাশিম আইদার, কোস্টারিকার জনি আকোস্তা এবং স্পেনীশ ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদার।
“ইস্টবেঙ্গলের সাথে চুক্তি আগামী ৩১ মে’র মধ্যে বাড়ি ছাড়তে হবে তাদের। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানিয়েছে, চুক্তি মোতাবেক ৩১ মে পর্যন্ত তাদের বাড়ি ভাড়া এবং খাওয়া দাওয়ার সহ সকল খরচ ক্লাবের। এর পারে তাদের ব্যক্তিগত ভাবে খরচ বহন করতে হবে।”
এরই মধ্যে কোস্টারিকা জনিকে দেশে ফিরে যাওয়ার জন্য দূতাবাসের সাথে কথা চলতেছে। কাশিম আইদারাকে ফ্রান্সের টিকেট দেওয়া হয়েছিল কিন্তু কাশিম থাকে লন্ডনে লকডাউনের জন্য পরিবারের কাছে ফিরতে পারে নাই। ফিজিক্যাল ট্রেনার তার ভবিষ্যত চুক্তি সম্পর্কে জানার জন্যই মূলত কলকাতায় থেকে যায়।
নাম প্রকাশ না করার শর্তে ইস্টবেঙ্গল ক্লাবের এক কর্মকর্তা বলেন ‘‘এই তিন জনের জন্য সব কিছুর ব্যবস্থা করা হলেও তারা যায় নাই। ক্লাব কর্তৃপক্ষ থেকে তাই এই সিদ্ধান্ত নিয়েছে।’’
টিভিতে আজকের খেলা কার, কখন দেখতে
বিপরীতে ইস্টবেঙ্গলের চিরোশত্রু মোহনবাগানের তাদের তিন বিদেশির সব রকমের দায়িত্ব নিয়েছে। মোহনবাগানের আই লীগ জয়ে অবদান রাখার অন্যতম সদস্য ছিলেন তারা, এরা হলেন পাপা বাবাকর দিয়োহারা, কোমরান তুর্সুনভ এবং ড্যানিয়েল সাইরাস। এর মধ্যে পাপার সাথে আছে তার বান্ধবী এবং বান্ধবীর ভাই। ক্লাব থেকে বলা হয়েছে লকডাউনের শেষ পর্যন্ত তাদের সাথে আছে মোহনবাগান কর্তৃপক্ষ।