বেশ কযেক সপ্তাহ ধরে বার্সেলোনার বড় একটা আলোচনার বিষয় গ্রীজম্যান। সর্বোশেষ ৪ ম্যাচের ৩ টিতেই মূল একাদশের বাইরে ছিলো এই ফ্রেঞ্চম্যান। গত ম্যাচে তো সাবেক ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামেন ৯০ মিনিটের সময়।
ফ্রান্স ভিত্তিক মিডিয়া লা প্যারিসিয়ানের খবর অনুসারে আগামী সপ্তাহে বার্সেলোনার সাথে আলোচনায় বসছে গ্রীজম্যানের বাবা, ভাই এবং বোন, যে তার এজেন্টও। লা প্যারিসিয়ানের খবর অনুযায়ী গ্রীজম্যানের ক্লাব ছাড়ার বিষয়ে কোনো কথা হবেনা। গ্রীজম্যান বার্সেলোনাতেই থাকতে চায়। আর সেই ব্যাপারেই কথা বলতে চায় গ্রীজম্যানের পরিবার।
আরো পড়ুন- অবশেষে জুভেন্টাসে যেতেই হলো আর্থুর মেলোকে।
বেশকিছু ইতালিয়ান মিডিয়ার খবর অনুসারে বার্সেলোনা লাউতারো মার্টিনেজ চুক্তিতে গ্রীজম্যানকে যুক্ত করতে পারে। কিন্তু গ্রীজম্যানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে সে কোনো চুক্তিতে যুক্ত হতে চায় না। সে বার্সেলোনাতেই থাকতে চায়।
লা প্যারিসিয়ানের মতে গতহ কয়েক ম্যাচে গ্রীজম্যানকে পর্যাপ্ত সময় না দেওয়ায় বার্সেলোনা কোচ কিকে সেতিয়ানের সমালোচনা করেছে গ্রীজম্যানের বাবা। অ্যাতেলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচে অল্প কয়েক মিনিট সময় দেওয়া নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সেতিয়ানের।