বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই বছরের রমজান মাসে করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা করার একটি উদ্যোগ গ্রহন করেছে। বাফুফের পক্ষ হতে ইফতারের তৈরী করে খাবার পার্সেল প্রতিদিন ৩০০ মানুষকে বিতরন করেছে। বর্তমানে শুধু ঢাকাতে প্রতিদিন এই কার্যক্রম করছে বাফুফে।
- Advertisement -
বিএফএফের মিডিয়া এবং যোগাযোগ ব্যবস্থাপক আহসান আহমেদ অমিত বলেন “বিএফএফ প্রতিদিন ইফতার বাক্স প্যাকেজিং করে দরিদ্র এতিম, শ্রমিক এবং অন্যান্য ক্ষতিগ্রস্থ্য লোকদের মধ্যে বিতরণ করে চলেছে।” বাফুফে সভাপতি (কাজী সালাহউদ্দিন) এবং মহিলা ফুটবলের প্রধান (মাহফুজা আক্তার কিরন) এর দিকনির্দেশনা সহ আমরা একমাস মানুষকে সাহায্য করার একটি পরিকল্পনা তৈরি করেছি।
জাতীয় দলের বর্তমান ও প্রাক্তন বেশ কয়েকজন খেলোয়াড় এবং কিছু ক্লাবও করোনা ভাইরাসের এই দুর্যোগময় মুহুর্তে অভাবগ্রস্ত মানুষদের সহায়তা করেছে এবং এই পদক্ষেপে আমাদের সমাজে ফুটবলও যে একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে তা প্রমাণ করে।