This post is also available in: English
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীতে সব ধরনের খেলাধুলার পাশাপাশি বন্ধ টেনিস। এই দূর্যোগে টেনিস র্যাঙ্কিংয়ে নিচের সারির প্লেয়ারদের সহযোগিতার জন্য এগিয়ে আসছে টেনিসের বিগ থ্রি খ্যাত রজার ফেদেরার, নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল।
টেনিস র্যাঙ্কিংয়ে যারা ২০০ থেকে ২৫০ এবং ৭০০ থেকে ১০০০ তম। এসব প্লেয়ারেরা টেনিস ফেডারেশন থেকে কোন প্রকার সহযোগিতা পায় না। তার উপর এসব প্লেয়ারদের নাই কোন স্পনসর। বর্তমান পরিস্থিতি ইনকামের পথ বন্ধ থাকায় অনেক প্লেয়ার টেনিস ছাড়ার চিন্তা করতেছে।
নোভাক জোকোভিচ জানিয়েছে প্লেয়ার, এটিপি এবং ৪টি গ্রান্ড স্লাম থেকে সহযোগিতার মাধ্যমে এই আর্থিক তহবিল গঠন করা হবে। তাদের টার্গেট ৩০ থেকে ৪৫ মিলিয়ন ডলারের সহযোগিতা করার।
অবশ্য এই তহবিল নিয়ে কিছুটা বিরক্তির সাথে প্রশ্ন তুলেছে জন মিলম্যান (৪৫তম); অতীতে কেনো এই বিষয় চিন্তা করা হয় নাই? তাদের সহযোগিতার জন্য কেনো বৈশ্বিক মহামারির সময় চিন্তা করতে হবে?