বদলে যাচ্ছে ক্রিকেটের নো বলের নিয়ম। আগে ’নো বল’ ঘোষণা করার সিদ্ধান্ত ফিল্ড আম্প্যায়ারের কাছে থাকলেও আগামীতে এই সিদ্ধান্ত থার্ড আম্প্যায়ারের কাছে যাচ্ছে। নো বলের সিদ্ধান্তকে আরো বেশি নিখুঁত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
আগামী ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ থেকে পায়ের ’নো বল‘ ডাকার ক্ষমতা চলে যাচ্ছে থার্ড আম্পায়ারের কাছে। নো বলের সাথে ফ্রি হিটের ব্যাপার থাকায় এই বিষয়ে সঠিক সিদ্ধান্তের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আইসিসি। কারণ একটি বলই ম্যাচের ফলাফল ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত।
আরো পড়ুন- ২ বছর নিষিদ্ধ হলেন বাংলাদেশ ক্রিকেটার কাজী অনিক!
২০১৬ সালে ইংল্যান্ড পাকিস্তান সিরিজে এই পদ্ধতি ব্যবহার করেছিলো আইসিসি। তবে সময় বেশি লাগার কারণে তা স্থায়ীভাবে যায়গা করে নিতে পারেনি। তবে প্রযক্তির উন্নয়নের ফলে গতবছর ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই পদ্ধতির সফল প্রয়োগের পর বেশ খুশি আইসিসি। বছরের শুরুতে হওয়া নারী বিশ্বকাপেও সফল প্রয়োগ হয় এই পদ্ধতির।
আইসিসি ক্রিকেট অপারেশন প্রধান জিওফ এলারডাইস বলেছেন, ”আগামী বৃহস্পতিবার (ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ) থেকে এটা ব্যবহার করা হবে।” আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।