spot_img

ফুটবল প্রেমীদের জন্য ফেন্টাসী এক নেশার নাম।

ফ্যান্টাসি প্রিমিয়ার লীগঃ এফপিএল

২০১১-১২ সীজন থেকে শুরু হওয়া ফেন্টাসী নিয়ে যখন এখনো অনেকে প্রশ্ন করে ভাই এটা কি তখন ফেন্টাসী লাভার হিসেবে নিজের কাছে খারাপ লাগে। ফেইসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপে ফেন্টাসী নিয়ে অনেক আলোচনা করলেও এই প্রথম ওয়েব সাইটে ফেন্টাসী নিয়ে বিস্তারিত লিখতে যাচ্ছি। ইতোমধ্যেই অনেকেই ফ্যান্টাসী খেলছেন অনেকে আবার এটা কিভাবে খেলতে হয় কি করতে হয় স্বচ্ছ ধারনা না থাকাতে খেলতেই ভয় পাচ্ছেন। সেই নতুন বা কিভাবে খেলতে হয় না জানা সবার জন্যই আজকের এই আয়োজন।

এফপিল কি?

ফ্যান্টাসি প্রিমিয়ার লীগ। এটি ইংলিশ প্রিমিয়ার লীগ এবং ফিফার যৌথ কম্বিনেশনে তৈরি একটি ম্যানেজারিয়াল গেইম। ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা দলগুলো থেকে আপনি আপনার পছন্দের প্লেয়ার বাছাই করে বাজেটকৃত ১০০ মিলিয়ন খরচ করে দল গোছাতে পারবেন। আপনার বাছাইকৃত খেলোয়াড়দের পারফরম্যান্স এর উপর ভিত্তি করে আপনি প্রতি গেইম উইকে পয়েন্ট পাবেন। ফুটবল খেলা যারা রেগুলার ফলো করেন তাদের জন্য পুরস্কারের ছাপিয়ে এটা দারুন এক এক্সাইটিং এবং বুদ্ধির খেলাও বটে। পুরস্কারের কথা যখন আসলোই তখন আপনি নিজেই দেখতে পারবেন এফপিএল আপনার জন্য কি কি পুরস্কার রেখেছে এই ম্যানেজারিয়াল গেইমস এ। 

কিভাবে খেলবেন? এপস আছে কিনা?

-নিচের লিংকে গেলে চাইলেই আপনি ব্রাউজার থেকে খেলতে পারবেন।
অথবা প্রিমিয়ার লীগের অফিসিয়াল এন্ড্রোয়েড ও আইওএস সাপোর্টেড এপস থেকেও আপনি এফপিএলে জয়েন করতে পারবেন।
এছাড়াও থার্ড পার্টি এপ আছে সেইটা দিয়েও আপনি জয়েন করতে পারবেন।

কিভাবে শুরু করবেন?

-শুরুতেই আপনার বেসিক ইনফো দিয়ে রেজিস্ট্রেশ করে জয়েন করবেন। আপনার নাম, কান্ট্রি ও পছন্দের দল সিলেক্ট করে দলের একটি নাম নির্বাচন করলেই আপনি ফাইনাল স্টেইজে পৌছে যাবেন। সেইখানে আপনার কাজ হবে প্লেয়ার সিলেক্ট করা। এক্ষেত্রে শুরুতেই বিভিন্ন ফেইসবুক ফুটবল গ্রুপ ফলো করতে পারেন। স্পেশালী Football Jagat গ্রুপে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়ে থাকে।

প্লেয়ার সিলেক্ট কিভাবে করবেন? কয়জন প্লেয়ার নিতে হবে? কয়জন খেলবে?

আপনাকে ১০০ মিলিয়ন মানি (ডলার, পাউন্ড, টাকা যাই বলেন) দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে আপনাকে ১৫ টা প্লেয়ার কিনতে হবে। ২ জন গোলকিপার, ৫ জন ডিফেন্ডার, ৫ জন মিডফিল্ডার ও ৩ জন স্ট্রাইকার নিয়ে ১৫ জনের স্কোয়াড রেডি করতে হবে (কিভাবে স্কোয়াডের বাজেট নির্ধারন করবেন তার একটি ডেমো নিচের ছবিতে দেওয়া আছে) । সেইখান থেকে প্রতি গেইমউইকের প্রথম ম্যাচ শুরু হওয়ার এক ঘন্টা আগে মেইন এলিভেন সিলেক্ট করে টিম সেইভ করতে হবে। আপনার মেইন এলিভেনের প্লেয়ারদের অর্জিত পয়েন্টই আপনি পাবেন। তবে একাদশের কোনো প্লেয়ার না খেললে আপনার সাবস্টিটিউট প্লেয়ারের পয়েন্ট পাবেন। এছাড়া বেঞ্চ বুস্টের ক্ষেত্রে স্কোয়াডের সকল প্লেয়ারের পয়েন্ট পাবেন।

ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, ট্রান্সফার, চিপ, রোটেশন, বোনাস পয়েন্ট?

-ক্যাপ্টেনঃআপনার ক্যাপ্টেনের পাওয়া পয়েন্ট সবসময় ডাবল হবে। ২ পয়েন্ট পেলে ৪ কাউন্ট হবে, ১০ পেলে ২০ কাউন্ট হবে, আর -১ পেলে মাইনাস ২ কাউন্ট হবে।
-ট্রান্সফারঃ সিজনের শুরুতে প্রথম ম্যাচ হওয়ার আগ পর্যন্ত যতো খুশি ট্রান্সফার করতে পারবেন। প্রথম ম্যাচের পর প্রতি উইকে একটা ফ্রি ট্রান্সফার পাবেন। আপনি সেই ট্রান্সফার হোল্ড করে রাখলে পরের গেইম উইকে একসাথে ২ টা ট্রান্সফার পাবেন।
ভাইস ক্যাপ্টেনঃ শুধুমাত্র আপনার ক্যাপ্টেন যদি ফুল ৯০ মিনিটে মাঠে না নামে, কিনবা স্কোয়াডেই না থাকে তাহলেই আপনার ভাইস ক্যাপ্টেন তখন ক্যাপ্টেনের ভূমিকায় এক্ট করবে। আই মিন তার পয়েন্ট ডাবল হবে।

-চিপঃ এফপিএলে ৩ টাইপের চিপ আছে – ওয়াইল্ড কার্ড, বেঞ্চ বুস্ট, ফ্রি হিট।

-ওয়াইল্ড কার্ডঃএই চিপ আপনি সিজনে দুইবার খেলতে পারবেন, একবার মিড সিজনের আগে যেকোন সময়, আরেকবার মিড সিজনের পরে যে কোন গেইম উইকে। ওয়াইল্ড কার্ড খেলে আপনি চাইলে আপনার পুরো দলটাই চেইঞ্জ করে ফেলতে পারবেন কোন মাইনাস হিট ছাড়াই।
-বেঞ্চ বুস্টঃ এই চিপ খেললে আপনার বেঞ্চে থাকা প্লেয়ারের পয়েন্ট ও কাউন্ট হবে। অর্থাৎ যেই উইকে আপনি বেঞ্চ বুস্ট খেলবেন সেই উইকে ১৫ টা প্লেয়ারের পয়েন্ট কাউন্ট হবে। সিজনে একবার খেলতে পারবেন এই চিপ।
-ফ্রি হিটঃ অনেকটা ওয়াইল্ড কার্ডের মতো আপনি আপনার পুরো দলটাই চেইঞ্জ করে ফেলতে পারবেন।তবে শুধুমাত্র একটা গেইম উইকের জন্যে। অর্থাৎ এই গেইম উইক শেষেই আপনার পুরাতন দলে ফিরত যাবে।
সাবস্টিটিউট রোটেশনঃ আপনার স্কোয়াডের কোন প্লেয়ার যদি না খেলে তখন আপনার ফার্স্ট প্রায়োরিটি প্লেয়ারের পয়েন্ট কাউন্ট হবে। এবং এই সাবস্টিটিউট রোটেশন অবশ্যই বেসিক ফর্মেশন রুলস ফলো করে হবে। অর্থাৎ আপনার দলে কম পক্ষে ৩ জন ডিফেন্ডার, ১ জন গোলকিপার, ২জন মিডফিল্ডার, ১জন ফরোয়ার্ড অবশ্যই থাকতে হবে।
লিগঃআপনি স্কোয়াড গঠনের সাথে সাথে গ্লোবাল, কান্ট্রি ও ক্লাবের স্কোয়াডে অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবেন। তাছাড়া লিগ জয়েনিং কোড ব্যবহার করে যেকোনো প্রাইভেট লিগে জয়েন করতে পারবেন। এজন্য লিগ অপশনে গিয়ে জয়েন এ লিগে গিয়ে নির্দিষ্ট কোড বসিয়ে উক্ত লিগে জয়েন করতে পারবেন।
আপনি জয়েন করতে পারেন ফেইসবুক ভিত্তিক গ্রুপ Football Jagat এর ফেন্টাসী লীগে। লিগ জয়েনিং কোডঃ
ক্লাসিক লিগ জয়েন কোড: idann6
হেড টু হেড লিগ জয়েন কোড: e5599t
(এখান থেকে কপি করে বসিয়ে দিতে পারেন)

পুরষ্কার:

প্রিমিয়ার লিগের অফিসিয়াল অনেক বড় বড় পুরষ্কার আছে। সেখানে সিজন শেষের মেগা পুরষ্কারের সাথে সাথে প্রতি সপ্তাহের সেরা ম্যানেজারের পুরষ্কার আাছে। মাঠে বসে ম্যাচ উপভোগের সুযোগ থাকছে ফেন্টাসীতে টপ হতে পারলে। তবে সমগ্র পৃথিবীর কয়েক লক্ষ ম্যানেজারের মধ্যে এসব পুরষ্কার পাওয়া অনেক কঠিন। একজন ফুটবল প্রেমি হিসেবে নিজের পছন্দের প্লেয়ারদের খেলিয়ে তাদের মাধ্যমে পয়েন্ট অর্জন করে অন্যদের সাথে টেক্কা দেওয়ার আলাদা একটি মজা রয়েছে সেটা আপনি এই ফেন্টাসী গেইমস এ অংশগ্রহণ করলেই বুঝতে পারবেন। তো আর দেরি কেন যারা এখনো ফেন্টাসী একাউন্ট খোলেননি তারা খুলে নিজেকে ম্যানেজার হিসেবে নিয়ে খেলা শুরু করতে পারেন।
এরপরও কোন প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন Football Jagat গ্রুপের মাধ্যমে।

লেখাটি শেয়ার করুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আরো খবর

বিজ্ঞাপনspot_img

LATEST ARTICLES

2,875FansLike
8FollowersFollow
968FollowersFollow
81SubscribersSubscribe
Zakir Mahmud
Zakir Mahmudhttps://footcricinfo.com
Hi Everyone I'm Zakir Mahmud, professionally I'm an engineer. But I love sports & I love to explore it with all the sports lovers in the world. That's why I write about sports & off-course I steel learning but I'm confident about my work. I hope you enjoy it. Thank you & love.....