রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) সদস্যপদ স্থগিত করেছে ফিফা। গত বুধবার এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। ২০১৮ সালেপাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) পরিচালনার জন্য আশফাক হুসেনের নেতৃত্বে একদল ফুটবল কর্মকর্তাকে নির্বাচিত করে পাকিস্তান সুপ্রিম কোর্ট। তার কোন স্বীকৃতি দেয় নাই ফিফা। একই কমিটি বর্তমানে হারুণ মালিকের নেতৃত্বাধীন ফিফা ‘নরমালাইজেশন কমিটির’ কাছ থেকে ফেডারেশনটির নিয়ন্ত্রণ নিয়েছে এমন সংবাদ জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তাদের দাবি এই কমিটি জোর করে ক্ষমতা হাতিয়ে নিয়েছে। তার জন্য ফিফার এই স্থগিত নোটিশ জারি করেছে।
এছাড়া আফ্রিকার দেশ চাদেরও সদস্য পদ স্থগিত করেছে ফিফা। দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ফুটবল অ্যাসোসিয়েশনে হস্তক্ষেপ করায় তাদের সদস্যপদ স্থগিত করেছে ফিফা। হস্তক্ষেপের কারণে আফ্রিকা নেশন্স কাপে অযোগ্য ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল।