সকল ফুটবল প্রেমীদের ২০১৬/১৭ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ন্যু ক্যাম্পে বার্সার ঐতিহাসিক প্রত্যাবর্তনের কথা সবারই মনে আছে। মনে আছে শেষ গোলের কথা৷ সে দিনের সেই ম্যাচ রূপকথার গল্পকেও হার মানিয়েছ। ঐতিহাসিক জয়ে সেবার বার্সা জায়গা করে নিয়েছিল শেষ আটে। যা দেখেছে গোটা বিশ্ব।
এবারের গল্পের শুরুটা অন্যরকম কারণ সেদিনের সেই রূপকথার গল্পের মূল নায়ক নেইমার এখন প্রতিপক্ষের শিবিরের হয়ে খেলবে। যদিও দ্বিতীয় লেগেও থাকছেনা নেইমার। তার উপর এবারের হিসাব আরও কঠিন বার্সেলোনার জন্য। নিজ মাঠ ন্যু ক্যাম্পে আগেই ৪-১ প্রথম লেগে হেরে গেছে। সাথে আছে ইঞ্জুরি জর্জরিত একাদশ। আরও আছে ছন্নছাড়া ডিফেন্স। এবার হয়তো রূপকথার নতুন গল্প লেখা সম্ভব হবে না লিওনেল মেসিদের। যদিও ফুটবলে আগেই জয় পরাজয় নির্ধারণ করা যায় না।
ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়, সরাসরি দেখাবে সনি টেন ২
রাতের আরেক ম্যাচে লড়বে লিভারপুল প্রতিপক্ষ জার্মান আরবি লিপজিগ। প্রথম লেগে ২-০ গোলে হেরেছে লিপজিগ। আরবি লিপজিগ জয়ের আশা করতেই পারে কারণ অ্যানফিল্ডে শেষ ৬ ম্যাচেই হেরেছে ক্লপের দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়, সরাসরি দেখাবে সনি টেন ১