বুন্দেসলিগায় বায়ার্নের জয়, আর লেওয়ান্ডস্কির গোল যেন একসূত্রে গাঁথা। প্রায় দুই মাস পরে গতরাতে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে তাদের মাঠেই খেলতে নেমেছিলো বায়ার্ন মিউনিখ। কিন্তু তাদের খেলা দেখে কে বলবে, তারা দুই মাস পরে খেলতে নেমছে?
অবশ্য প্রতিপক্ষ ইউনিয়ন বার্লিনও দুই মাস পরে মাঠে নেমেছে। দুই মাস পরে মাঠে নামলেও ঠিক যেন আগের ছন্দেই আছে বায়ার্ন মিউনিখ। ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।
খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে বায়ার্ন। এর সুবাদে ৪০ মিনিটে পেনাল্টি পেয়ে যায় তারা। স্পটকিক থেকে লক্ষ্যবেদ করতে কোনো ভুল করেনি রবার্ট লেওয়ান্ডস্কি। দারুণ ভেলকিতে ইউনিয়ন বার্লিনের জালে বল জড়ান তিনি। এরপর গোল শোধ করতে মরিয়া ইউনিয়ন বার্লিন উল্টো আরো এক গোল খেয়ে বসে ৮০ মিনিটের সময়। কিমিচের কর্নারে মাথা ছুইয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চ ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড। এরপর বাকি সময় আর কোনো গোল নাহলে ২ গোলের জয় নিয়েই ঘরে ফিরে বায়ার্ন মিউনিখ। দিনের অপর ম্যাচে মিঞ্জের সাথে ২-২ গোলে ড্র করেছে কোল্ন।
এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান আরো পক্ত করলো বায়ার্ন। ২৬ ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। সমান সংখ্যক ম্যাচে ৫৪ পয়েয়ন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড। টানা ৩ ড্রয়ে ২৬ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে লেইপজিগ। ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে উঠে এসছে বরুশিয়া মুনশেনগ্লাডবাখ।
আরো পড়ুন- ডর্টমুন্ডের বড় জয়ের দিনে লেইপজিগের হোঁচট