চলমান করোনা মহামারীতে লকডাউনের মধ্যে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন চেলসির তরুণ তারকা কলাম হুডসন ওডোই। লন্ডন মেট্রোপলিটন পুলিশ গত শনিবার সকালে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে।
নাম অপ্রকাশিত ওই মহিলার সাথে পুলিশ তাকে তর্ক করতে দেখে। সেখান থেকে পুলিশ হুডসন ওডোই‘কে গ্রেফতার করে এবং উক্ত মহিলাকে হাসপাতালে পরীক্ষার জন্য পাঠায়।
চেলসির ১৯ বছর বয়সী ইংলিশ তারকা অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন। তবে তদন্তের জন্য তাকে জুনের মাঝামঝি নাগাদ হাজিরা দিতে হবে। এই ব্যাপারে চেলসির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হুডসন ওডোইয়ের প্রতিবেশী বলেন, ”শনিবার রাত ৮টার দিকে মহিলাটি ওই বিল্ডিংয়ে এসে পৌছেছিলো এবং মহিলাটিকে খুব আকর্ষনীয় লাগছিলো।“ তিনি আরো বলেন, “কি ঘটেছিলো সে বিষয়ে আমার কোনো ধারণা নেই তবে কিছু একটা ঘটেছিলো।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হুডসন ওডোই ওই মহিলাটিকে সামাজিক যোগাযোগ ম্যাধমের সাহায্যে তার পেন্ট হাউজে ডাকে। তারা ধারণা করছে ওই মহিলার আসার জন্য একটি গাড়িও পাঠিয়েছিলো হুডসন ওডোই।
পুলিশ ঘটনাস্থলে পৌছে অসুস্থ বোধ করায় মহিলাটিকে হাসপাতালে পাঠায় এবং হুডসন ওডোইকে গ্রেফতার করে। বিকালে এপার্টমেন্টের অন্যান্য লোকদের জিজ্ঞাসাবাদ করে।
টিভিতে আজকের খেলা কার, কখন দেখতে
উল্লেখ্য ইংল্যান্ডের জার্সি গায়ে ৩টি ম্যাচ খেলা এই ফুটবলার গত মার্চে প্রথম ইংলিশ প্লেয়ার হিসাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়। সাম্প্রতি সে সুস্থ হয়েছে।
আরো পড়ুন- হল্যান্ডকে উদ্দেশ্যে করে টোডিবোর কটুক্তি