আইসিসি খুব করে বলে আসলেও- টি-টুয়েন্টি বিশ্বকাপ এখনও পেছানো হয়নি। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধাণ নির্বাহী কেভিন রবার্টস সঠিক সময়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
রবার্টস বলেন, “টি-টুয়েন্টি ওয়ার্ল্ডকাপ নিয়ে সিদ্ধান্ত আইসিসি নেবে। তবে পরিকল্পনা মোতাবেক অক্টোবর নভেম্বরে বিশ্বকাপ আয়োজন করতে আমরা আশাবাদী। কিন্তু এটা বলতেই হয়, ঐসময়ে ইভেন্ট আয়োজন অনেক বড় রিস্ক। যদি সঠিক সময়ে টুর্নামেন্ট আয়োজন না হয় তবে পরের বছর ফেব্রুয়ারি-মার্চে বা অক্টোবর-নভেম্বরে ওইনডো ওপেন আছে।”
আরো পড়ুন- বিশ্বকাপ না হলে আইপিএল কেন- বর্ডারের প্রশ্ন
রবার্টস আইসিসি সভার পরদিন এ মন্তব্য করেন। যে সভায় অস্ট্রেলিয়া বোর্ড প্রেসিডেন্ট আগামী বছরের অক্টোবর-নভেম্বরে টি-টুয়েন্টি ওয়ার্ল্ডকাপ আয়োজনের প্রস্তাব করেন।
উল্লেখ্য গত ২৮ মে আইসিসির সভা অনুষ্ঠিত হয় । যেখানে টি২০ বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি আইসিসি।