সারা বিশ্ব এখন থমকে আছে করোনা ভাইরাসের কারণে। অন্যান্য খেলার মত থেমে আছে ক্রিকেটও। খেলার বাইরে থাকলেও টাইগার ক্রিকেটারদের স্বাস্থের বিষয়ে খেয়াল রাখছে বিসিবি। এজন্য ক্রিকেটারসহ সকল কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করতে চায় বিসিবি।
এবিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন,‘বর্তমান পরিস্থিতিতে বিসিবি খেলোয়াড় ও কর্মচারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে, এজন্য পরীক্ষা করা জরুরি।’
তিনি আরো বলেন, ‘আমরা অবশ্যই খেলোয়াড় ও কর্মচারীদের পরীক্ষা করতে চাই। বিশেষভাবে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করা উচিত। খেলোয়াড়দের লক্ষণ না থাকলেও, সরকারের কাছে আমাদের আবেদন জানাতে হবে। সুরক্ষার জন্য আমরা চাই তাদের পরীক্ষা করা হোক।’
করোনা পরীক্ষার বিষয়ে সরকারের নিয়ম অনুসারী কারো করোনার লক্ষণ না থাকলে তাদের পরীক্ষা করা হয় না। এবিষয়ে তিনি বলেছেন, ’আমরা আশা করছি, বেসরকারিভাবে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দিবে সরকার। তখন আমাদের খেলোয়াড় বা বিসিবি কর্মচারীদের পরীক্ষা করতে হবে।’
উল্লেখ্য গত ১৯শে মার্চ থেকে বিসিবি সকল ক্রিকেটিয় কার্যক্রম বন্ধ করে দেয় এবং পরে সকলকে বাসায় থেকে কাজ করার কথা জানায়।