আমেরিকার মিনিয়াপলিশে এক পুলিশ অফিসারের অমানবিক আচরণে নিহত হওয়া জর্জ ফ্লোয়েডের বিচারের দাবিতে #JusticeForGeorgeFloyd নামে আন্দোলোন ছড়িয়ে পড়েছে নিউেইয়র্ক সহ পুরো আমেরিকায়। কোন ভাবেই দমন করা যাচ্ছে না এই আন্দোলোন। চলমান করোনা পরিস্থিতির মধ্যেও এই আন্দোলেনে যোগ দিচ্ছেন লাখ লাখ মানুষ।
ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার অনেক আগে থেকেই সেটার ধারাবাহিকতা আমেরিকার পুলিশ অফিসার ডেরেক চৌভিনের বর্নবাদের বিরুদ্ধে আন্দোলোনের সাথে সমর্থন দিয়েছে অনেক ফুটবলার এবং ফুটবল ক্লাবও। গত ২৫ শে মের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জর্জ ফ্লয়েডকে গ্রেফতারের পর পা দিয়ে তার ঘাড়ে চেপে ধরে রাখ হয় চেতনা হারানোর আগে বারবার শ্বাস নিতে পারছেন না বলে বলার চেষ্টা করলেও সেটাতে কোন ভ্রুক্ষেপ করেনি ঐ অফিসার, যার ফলে ফ্লয়েড পরে মারা যান। ঘটনাস্থলে থাকা চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু এই আন্দোলোন কারীদের দাবী ঐ চার পুলিশ কর্মকর্তাকে বর্ণবাদের অভিযোগ সহ হত্যার আসামী হিসবে দেখিয়ে শাস্তি দিতে হবে।
বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হতেই এবং স্ট্রিট বাস্কেটবল খেলা জর্জ ফ্লোয়েড এর বিচারের দাবীতে সমর্থন জানাচ্ছে ফুটবলার এবং ফুটবল ক্লাবগুলো। তেমনই একজন সাবেক বার্সেলোনা ও বর্তমান চেলসি তারকা সেস্ক ফেব্রিগাস তিনি তার টুইটারে একটি ভিডিও পোস্ট করে এই আন্দোলনকে সমর্থন ও আমেরিকার বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নেন।
#prayforjustice 😢 https://t.co/Pq1yHiBfCy
— Cesc Fàbregas Soler (@cesc4official) May 31, 2020
এছাড়া আরো অনেক ফুটবলার ও ক্লাব টুইটারে আন্দলোনে যোগ দিলেও বরুশিয়া ডর্টমুন্ডের জাডর্ন সানচো সেটাকে ফুটিয়ে তুললেন মাঠের ফুটবলেই।
করোনা ভাইরাসের কারনে বন্ধ থাকা লীগগুলোর মধ্যে সবার আগে চালু হয়েছে বুন্দেসলীগা, গতরাতে বরুশিয়া ডর্টমুন্ড বনাম পেডারবার্নকেই বেচে নিয়েছেন জার্ডন সাঞ্চো। পেডারবার্নকে ৬-১ গোলে হারানোর ম্যাটে হ্যাট্টিক করে সেলিব্রেশনে জর্জ ফ্লোয়েডের সঠিক বিচারের দাবি করেন এই খেলোয়াড়।
টানা ৬ দিনেও আন্দোলন থামাতে পারেনি আমেরিকার পুলিশ। উল্টো বহু যায়গায় এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এখন দেখার বিষয় আমেরিকা কিভাবে এটাকে সামাল দেয় শেষ পর্যন্ত।