- Advertisement -
ইতালীয়ান লীগে বর্তমানে শীর্ষে থাকলেও জুভেন্টাসের কোচ সারির যায়গাটি নড়বড়েই। এই মৌসুমে লীগ জিতার পথেই রয়েছে ক্রিষ্টিয়ানো রোনালদোরা। তবে ইতমধ্যেই হারিয়েছে ঘরোয়া দুটি টুর্নামেন্ট। যেখানে গত তিন বছর টানা এই টুর্নামেন্টগুলোতে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছিলো জুভেন্টাস।
চ্যাম্পিয়ন্সলীগের দ্বিতীয় রাউন্ডে অলিম্পিক লিওনের সাথে ১ম লেগে ১-০ গোলের হেরে কিছুটা সেখানেও কিছুটা ব্যাকফুটে রয়েছে সারির অধীনে জুভেন্টাস। যার ফলে কথা উঠেছে আগামী সীজনে আর ক্রিষ্টিয়ানো রোনালদোদের কোচ হিসেবে থাকছেন না সারি।
ইতোমধ্যেই জুভেন্টাস মাওরিসিও পচিত্তিনোর সাথে যোগাযোগ করেছে। হাই প্রোপাইল কোচদের মধ্যে বর্তমানে সাবেক টটেনহাম কোচই কোন দলের সাথে জড়িত নেই। সেই সুযোগটিই হয়তো লুফে নিতে চাইছেন ইতালিয়ান জায়ান্ট টিমটি।
এখন দেখার বিষয় দু পক্ষের মধ্যে চুক্তিটি শেষ পর্যন্ত হয় কিনা।