- Advertisement -
উয়েফার নির্বাহী কমিটি নিশ্চত করেছে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে আর থাকছেনা হলুদ কার্ড নিষেধাজ্ঞা। শেষ ১৬ থেকে মুছে যাচ্ছে সব হলুদ কার্ড। এই নিয়ম কার্যকর হবে আগামী মৌসুমের প্লে অফের ক্ষেত্রেও।
চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপাা লিগে কোনো প্লেয়ার সাধারনত ২টি হলুদ কার্ড দেখলে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ হন। তবে করোনা মহামারীর কারণে এবার এই নিয়মে পরিবর্তন আনছে উয়েফা। কোনো প্লেয়ারের একাধিক হলুদ কার্ড থাকলেও খেলতে পারবেন পরের ম্যাচ।
খেলাগুলোও আগে ২ লেগের হোম ও অ্যাওয়ের ভিত্তিতে হলেও এবার পর্তুগালের দুই মাঠে নক আউট নিয়মে হবে। তবে শেষ ১৬ এর বাকি থাকা ম্যাচগুলো সম্পর্ন হবে যথারীতি আগের মতই। ইতিমধ্যে সম্পর্ন হয়েছে কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালের ড্র। নতুন নিয়মে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে ইউরোপা লিগ।