বাংলাদেশ ফুটবলের জাতীয় দলের কোচ জেমি ডে বাফুফের সাথে আরো দু’বছরের চুক্তি নবায়ন করেছেন ভার্চুয়াল সাক্ষরের মাধ্যমে। তিনি আগামী আগস্ট ২০২০ থেকে আগস্ট ২০২২ পর্যন্ত জামাল ভূঁইয়াদের গাইড করবেন। তিনি বাংলাদেশ ফুটবলের জন্য ভবিষ্যতে আরো কাজ করতে চান বলে জানিয়েছেন।
করোনাভাইরাস মহামারির কারনে আপাতত নিজের দেশে আছেন তিনি। আগামীকাল বুধবার দুপুর ১২ টায় জাতীয় দলের কমিটি করোনাভাইরাস ইস্যু নিয়ে একটি মিটিং করবে এরপর দিন কোচ জেমি ডে’র সাথে অনলাইন কনফারেন্স করবেন তারা।
সামনে অবশ্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে জেমি ডে’র জন্য। মাস তিনেক পরেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামতে হবে তাকে। আগামী অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ৪টি ম্যাচ আছে বাংলাদেশের। যেখানে ভালো করার তালিম শুরু করতে হবে এখনই।
আরো পড়ুন- বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় হাশিম আমলা।
উল্লেখ্য ২০১৮ সালে প্রথম বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব হাতে পান এই ইংলিশম্যান। আগেরবার একবছরের জন্য চুক্তি নবায়ন এবার তার সাথে ২বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাফুফে।