spot_img

গ্রীসে আটক ম্যানচেস্টার কাপ্তান হ্যারি মেগুয়ের

- Advertisement -

গত সপ্তাহে সেভিয়ার সাথে সেমিফাইনালে হেরে ইউরোপা লীগ থেকে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড, সে হারে ২০১৯-২০ সীজন শেষ হয় রেড ডেভিলদের। সেসুবাধে ছুটিতে পুড়ো দল, এমন ছুটিতে ম্যানইউ ক্যাপ্টেন হ্যারি মেগুয়ের গিয়েছিলেন গ্রীসের মায়কোনেস।

গ্রীসের সংবাদমাধ্যম প্রতো থেমা জানিয়েছে বৃহস্পতিবার রাতে লোকাল বারের সামনে পুলিশ অফিসারের সাথে বাকবিতন্ডায় ঝড়ায় কয়েকজন ইংলিশম্যান। বাকবিতন্ডার এক পর্যায়ে হ্যারি ও তার সাথের আরো দুইজন মিলে হাতাহাতিতে জড়িয়ে পরে পুলিশ সদস্যদের সাথে। লোকাল পুলিশ নিশ্চিত করেছে দুইজন পুলিশ সদস্যকে লাথি, ঘুষি দেয় দুইজন ব্রিটিশ নাগরিক তাই তাদের এরেস্ট করেন তারা। তাছাড়া সে পুলিশ সদস্য রয়টার্সকে জানিয়েছে হ্যারি যাচ্ছে তাই বলে গালি দিয়েছেন পুলিশ অফিসারদের।

এ বিষয়ে হ্যারির ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে “হ্যারির সাথে তাদের কথা হয়েছে এবং সে পুলিশি কাজে সহযোগীতা করবেন বলে জানিয়েছে।”

গত বছর রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে লেস্টার সিটি থেকে ম্যানইউ তে যোগ দেন এই ইংলিশ ডিফেন্ডার।নিজের দামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হওয়ার সাথে এই ঘটনা নেতিবাচক প্রভাব ফেলবে হ্যারির ক্যারিয়ারে বলে ধারণা ফুটবল বিশ্লেষকদের।

লেখাটি শেয়ার করুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আরো খবর

বিজ্ঞাপনspot_img

LATEST ARTICLES

2,875FansLike
8FollowersFollow
968FollowersFollow
81SubscribersSubscribe