ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এর ১৫০ টি দেশের সদস্যদের ভোটে (২০১১-২০২০) দশকের সেরা নির্বাচিত হয়েছে বার্সেলোনার ইতিহাসের সেরা প্লেয়ার লিও মেসি।
গত দশকে বার্সেলোনার হয়ে জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি স্পেনিশ লা লিগা, পাঁচটি কোপা দেল রে এবং একটি ক্লাব বিশ্বকাপসহ আরও অনেক শিরোপা।
গত এক দশকে জাতীয় দলের হয়ে কোনো ট্রফি না জিতলেও ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ন অবদান রাখে লিও। এছাড়া পর পর দুবার কোপা আমিরিকার ফাইনালেও ব্যার্থ হয় লিও মেসির আর্জেন্টিনা।
সেরা ১০ জনের বাকিরা হলেন- ক্রিস্টিয়ানো রোনালদো, (পর্তুগাল), ন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), নেইমার (ব্রাজিল), সের্হিও রামোস (স্পেন), মানুয়েল নয়ার (জার্মানি), রবের্ত লেভানদোভস্কি (পোল্যান্ড), জানলুইজি বুফ্ফন (ইতালি), জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন) ও লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)।
নারীদের গত দশকের সেরা প্লেয়ার হলেন ব্রাজিল জাতীয় দলের প্লেয়ার মার্তা। বাকিরা হলে- লয়েড (ইউএসএ), মারাযাসন (জার্মানি), আদা হেগেরবার্গ (নরওয়ে), মর্গান (ইউএসএ), রেনার্ড (ফ্রান্স), ব্রোঞ্জ (ইংল্যান্ড), সাকি কুম্যাগী (জাপান), রাফিনহো (ইউএসএ), সোলো (ইউএসএ)