এই বছরের আগস্টের শেষের দিকে শুরু হবার কথা রয়েছে ইউএস ওপেন টেনিস। কিন্তু যার জন্য অনেক কড়া নিয়ম পার করতে হবে খেলোয়াড়দের জন্য এমন টায় জানালেন নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। তিন বারের ইউএস ওপেন জেতা এই তারকা কয়দিন আগে সভাপতির সাথে এই বিষয়ে আলোচনা করেন।
- Advertisement -
সার্বিয়ার এক টিভিকে দেওয়া সাক্ষাতকারে জানান যারা ইউ এস ওপেনে অংশগ্রহণ করবে তাদেরকে ২ সপ্তাহ এয়ারপোর্ট হোটেলে থাকতে হবে এবং সপ্তাহে ২-৩ বার করোনা পরীক্ষার সম্মুখীন হতে হবে। এমনকি সাথে ১ জনের বেশি কোচিং স্টাফ নিতে পারবেন না। জোকোভিচ বলেন যেখানে ৩ জন কোচিং স্টাফ সব সময় দরকার সেখানে মাত্র ১ জন্য। যা খুবই কঠিন ও অকল্পনীয়।
আজকের খেলা কখন, কোন চ্যানেলে দেখতে ক্লিক
এছাড়াও নাম্বার টু রাফায়েল নাদাল জানান করোনা স্বাভাবিক না হলে কোনো টুর্নামেন্ট আয়োজন না করায় উত্তম।