spot_img

শোনাবো এক জাদুকরের গল্প; খুদে জাদুকর!

লিওনেল আন্দ্রেস মেসি; লিও মেসি, মেসি, মেসিয়ান, নামগুলো শুনলেই চোখের সামনে ভেসে উঠে ছোট্ট এক জাদুকরের ছবি! না এই জাদুকর অন্য আর দশটা জাদুকরের মতো তাসের জাদু দেখান না কিংবা একটি কবুতর থেকে দুটি কবুতর বানিয়ে দেখান না; তবে তিনি যা দেখান সেই জাদুতেই পুরো বিশ্বে টিভির পর্দায়, মোবাইলের স্কিনে কিংবা মাঠের গ্যালারিতে থাকা লাখো-কোটি মানুষ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। বার্সেলোনার ন্যু ক্যাম্পে কিংবা বিশ্বের অন্য যেকোন স্টেডিয়াম তার পায়ের এক মহুর্তের জাদুতে বিমোহিত হয়ে যায় সারা বিশ্বের লক্ষ্য কোটি ফুটবল সমর্থক।

মেসি গোল সেলিব্রেশন এগেনেইস্ট রিয়াল মাদ্রিদ
এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্ণাব্যুতে ইনজুরি টাইমে গোল করে ৩-২ গোলে জয়ের পর লিওনেল মেসির উৎযাপন।
- Advertisement -

তার পায়ের জাদুতে মুগ্ধ হয়ে বহু লিজেন্ড, বহু কোচ বহু উদ্ধৃতি দিয়েছেন তবে তার মধ্যে সবচেয়ে সেরাটি সম্ভবত তার নিজেরই একসময়ের ডাগ আউটের গুরু পেপ গার্দিওলার উদ্ধৃতিটি-

“তাকে নিয়ে লিখতে যাবেন না, তাকে বর্ণনা করতে যাবেননা; তাকে শুধুমাত্র দেখুন”

লিওনেল মেসির খুঁদে পায়ের জাদুতে মুগ্ধ হয়নি এমন ফুটবল সমর্থক খুব কমই পাবেন এই বিশ্বে। কিন্তু কে জানতো সূদুর ল্যাতিন আমেরিকার দেশের ছোট্ট একটি ফুটবল মাঠে জটিল রোগ নিয়ে খেলা এই ফুটবলারই একদিন সারা বিশ্বের ফুটবলে রাজ করবে? কে জানতো বার্সেলোনার একজন এক্সিকিউটিব মাত্র এক দেখাতেই কাল বিলম্ব না করে হাতের কাছে কাগজ না পেয়ে টিস্যু পেপারেই চুক্তি করে ফেলবে! কার্লোস রেক্সাসের হাত ধরে মাত্র ১৩ বছর বয়সেই জটিল রোগের চিকিৎসা এবং ফুটবল ক্লাব বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দিতে আর্জেন্টিনা থেকে বাড়ি জমান বার্সেলোনায়। বাকি ইতিহাসটা সবারই জানা…..

Leo-Messi-Signed-By-Barcelona-Paper-Napkin
২০০০ সালের ডিসেম্বরে মেসিকে সাইন করানো সেই হিস্টোরিকাল ফ্রেইম

ফুটবল বিশ্বের যত রথি মহারথী আজ পর্যন্ত মাঠ দাপিয়ে বেড়িয়েছেন অথবা কোচ হিসেবে কুড়িয়েছেন ব্যাপক সুনাম তাদের প্রত্যেকেই কোননা কোন সময় কথা বলেছেন এই খুদে জাদুকরকে নিয়ে; মুগ্ধতা ঝরিয়েছেন তাকে নিয়ে, আসুন দেখে নেই তার মধ্য থেকে কিছু উদ্ধৃতিঃ

“কোন সন্দেহ ছাড়াই মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, সেই নির্ধারক, দলের মূল চালক, সে গতি নিয়ন্ত্রণ করতে পারে, দলের প্রতিটি আক্রমণকে সেই উপরে রাখে”
-ডিয়াগো সিমিওনে (অ্যাতলাটিকো মাদ্রিদ কোচ)

“আমি খুবই ভালো কিছু খেলোয়াড়কে কোচিং করিয়েছি, আমার বাবা পেলেকে পছন্দ করে তবে লিও বিশ্বের সেরা খেলোয়াড়।
-ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল কোচ)

“মেসি হচ্ছে ফুটবলের ইশ্বর, যখন মেসির কাছে বল এবং তুমি তার সাথে ওয়ান টু ওয়ান তুমি শেষ”
-হোসে মরিনহো- (টটেনহাম কোচ)

“সে এমন পাসগুলি দেখে যা বেশিরভাগ লোক কেবল টিভিতে খেলা দেখলে দেখতে পায়, মাঠের পিচে থেকে এমনটা দেখা অসম্ভব”
-টাটা মার্টিনো (সাবেক আর্জেন্টিনা ও বার্সেলোনা কোচ)

“ফুটবল বিশ্বের জন্য, মেসি হলো একটি রত্ন কারণ সে বিশ্বজুড়ে বাচ্চাদের রোল মডেল… মেসি হবেন ইতিহাসের সর্বাধিক ব্যালন ডিঅর জয়ের প্লেয়ার। সে পাঁচ, ছয় এমনকি সাতটি ব্যালন ডি অর জিতবে। সে অতুলনীয়”
-ইয়োহান ক্রুইপ

“আমি মেসির সাথে খেলেছি, আমার কাছে মেসি সর্বকালের সেরাদের একজন এবং আমার রোল মডেল”
-নেইমার জুনিয়র

“কে বিশ্বের সেরা খেলোয়াড়? লিও মেসি ; কে সর্বকালের সেরা খেলোয়াড়? লিও মেসি”
র্সেন ওয়েঙ্গার (সাবেক আর্সেনাল কোচ)

“যদিও সে মানুষ নাও হতে পারে, তবুও মেসি এখনও ভাবছেন যে সে মানুষ”
-জাভিয়ের মাশ্চেরানো

“মেসি হচ্ছে ইশ্বর, একজন ব্যাক্তি এবং তার চাইতেও বেশি একজন খেলোয়াড় হিসেবে। আমি তাকে তখন থেকে জানি যখন সে একজন বালক, এবং আমার চোখের সামনেই তার বেড়ে উঠা, সে এই সবকিছুর প্রাপ্য।”
-স্যামুয়েল ইতো (সাবেক বার্সা ক্যামেরুন খেলোয়াড়)

মেসি ফুটবলের সৌন্দর্য
মেসি ফুটবলের সৌন্দর্য

“আমি সেই খেলোয়াড়কে দেখেছি যে আর্জেন্টাইন ফুটবলে আমার স্থান অধিকার করবে এবং তার নাম মেসি। মেসি একটি প্রতিভা।”
-ডিয়াগো ম্যারাডোনা

“আমি মেসিকে অনেক পছন্দ করি, সে দুর্দান্ত খেলোয়াড়। টেকনিক্যালি, আমরা প্রায় একই স্তরে রয়েছি।”
পেলে

“লিওনেল মেসি বেশ স্পষ্টতই সেরা খেলোয়াড়। নিজেকে তার বিরুদ্ধে দাঁড় করাতে পারা খুব আনন্দের বিষয় এবং যখন আমি আমার ক্যারিয়ার শেষ করি তখন এটিই আবার ফিরে দেখা যায়; এবং আমি জানি যে আমি নিজেকে সবচেয়ে সেরার বিরুদ্ধে পরীক্ষা করেছি ”
-জন টেরি (চেলসি লিজেন্ড)

“আমার পুরো জীবনে আমি এত কম বয়সে এমন মানের এবং ব্যক্তিত্বের খেলোয়াড়কে কখনও দেখিনি, বিশেষত বিশ্বের দুর্দান্ত ক্লাবগুলির একটির ‘ভারী’ শার্ট পরা… কোনও খেলার আগে, আপনি সমস্ত কিছুর পরিকল্পনা করতে পারেন। তবে মেসি এমন একটি পদক্ষেপ তৈরি করতে পারে যা কেউ প্রত্যাশা করে না এবং মুহুর্তেই গেমটি পরিবর্তন করতে পারে”
-ফ্যাবিও ক্যাপেলো (সাবেক রিয়াল মাদ্রিদ কোচ)

“আমি এটা বিশ্বাস করতে পারিনা যে মেসির চাইতেও কেউ ভালো ফুটবল খেলতে পারে”
-মাইকেল ওয়েন (সাবেক ইংলিশ ফুটবলার)

“আমার কাছে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়”
-ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি (সাবেক জুভেন্টাস কোচ)

“মেসি আমাকে অবাক করে না। সে বিশ্বের সেরা। অনেক জায়গা দিয়ে সে যেভাবে দৌড়ায় এবং ড্রিবল করেন তা অবিশ্বাস্য”
-মারিও পচেত্তিনো (সাবেক টটেনহাম কোচ)

“সে সর্বদা সামনে এগিয়ে যায় । সে কখনই বল পিছনের দিকে বা পাশে পাস দিয়ে যায় না। তার একটাই ধারণা, লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। একজন ফুটবল অনুরাগী হিসাবে, কেবল তার শো উপভোগ করুন”
-জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ কোচ)

“মেসির তার ডান পায়ের দরকার নেই। সে কেবল বাম ব্যবহার করেন এবং সে এখনও বিশ্বের সেরা। ভাবুন, সে যদি তাঁর ডান পা ব্যবহার করেন, তবে আমাদের গুরুতর সমস্যা হবে।”
-জ্লাতান ইব্রাহিমোভিচ 

“মেসি একটি প্রতিভা। তার সব আছে। আমি যখন তাকে দেখি, আমি এমন একজন খেলোয়াড়কে দেখতে পাই যিনি খুব, খুব, দক্ষ, খুব চতুর এবং তাঁর বাম পা ডিয়েগো ম্যারাডোনার মতো।”
-ফ্রাঞ্জ বেকেনবাউয়ার

“তারা আমাকে বলে যে  ইশ্বরের দৃষ্টিতে সমস্ত পুরুষ সমান, এই প্লেয়ার আপনাকে এই শব্দগুলির বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা করতে বাধ্য করে”
-রয় হডসন (জনপ্রিয় ধারাভাস্যকার)

“আমি মনে করি তিনি ম্যারাডোনার স্তরে পৌঁছে গেছেন। তিনি অবিশ্বাস্য কাজ করেন, এমন গতিতে যা পাগলপ্রায়”
-পাওলো মালদিনি (ইতালিয়ান লিজেন্ড)

“আমি শুধু এটা নিশ্চিত হতে চাচ্ছিলাম সেও আমাদের মতো মানুষ!!”
-জিওনলজি বুফন (জুভেন্টাস ও ইতালিয়ান লিজেন্ড)

লিওকে স্পর্শ করে দেখছেন জিওনলজি বুফন

“একবার তারা বলেছিল তারা কেবল একটি পিস্তল দিয়ে আমাকে থামাতে পারে। মেসিকে থামানোর জন্য আজ আপনার একটি মেশিনগানের দরকার”
-রিস্টো স্টইচকভ (সাবেক বুলগেরিয়া এবং বার্সেলোনা খেলোয়াড়।)

“মেসিকে কি বিশ্বের সেরা খেলোয়াড় বলা যায়? হ্যাঁ অবশ্যই”
-রোনালদো লিমা (ব্রাজিলিয়ান লিজেন্ড)

“সে ইতিহাসের সেরা, সন্দেহ নেই। মেসি যা করেছেন তা কেউ করেনি। আমি আশা করি সে আরও ২০ বছর খেলবে। যাঁরা ফুটবলকে ভালোবাসেন তারা তাঁকে এখানে দীর্ঘকাল ধরে রাখতে পছন্দ করবেন। আমার মনে হয়, যখন সে চলে যাবে তখন কেউ লিওর ১০ নম্বর জার্সি নিতে পারবে না”
-রোনালদিনহো (সাবেক বার্সা ও ব্রাজিলিয়ান লিজেন্ড)

“কেবল সে বলের প্রতিভাবানই নন, ডিফেন্ডারদের সাথে খেলনার মতো যে ড্রিবল করে এবং মোচড় দেয় এবং ঘুরিয়ে দেয় তা  খুবই কঠিন কাজ, সত্যই কার্যকর কাজ যেখানে সে গোল করে বা গোলে সহায়তা করে, সে দুর্দান্তভাবেও করেন। আক্রমণকারী খেলোয়াড় হিসাবে, ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। নিশ্চিতভাবেই, কমপক্ষে আমি সরাসরি দেখেছি, সন্দেহাতীত ভাবেই”
-ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (চেলসি লিজেন্ড ও বর্তমান চেলসি কোচ)

এমন আরো শতশত উদ্ধৃতি রয়েছে বর্তমান বিশ্বে ফুটবলের এই আইকনকে নিয়ে যা দিতে থাকলে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরে যাবে।

চলুন এবার না হয় দেখে নেই খুদে জাদুকরের ক্যারিয়ারের কিছু পরিসংখ্যান ও অর্জনঃ

Lionel-Messi-Career-Stats
জাতীয় দল এবং ক্লাবের হয়ে লিওনেল মেসির পরিসংখ্যান

ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে লিওনেল মেসির আরো কিছু অর্জনঃ

বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোলস্কোরার- ৬২৯ গোল
সর্বোচ্চ এসিস্ট প্রোভাইডার -২৪৯ এসিস্ট
সর্বোচ্চ ম্যান অফ দ্যা ম্যাচ
সর্বোচ্চ পিচিচি ট্রপি ৬
উয়েফা বেষ্ট প্লেয়ার-২

জাতীয় দলের হয়ে লিওনেল মেসির পরিসংখ্যান ও ব্যক্তিগত অর্জনঃ

Messi-Only-International-Stats
জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যান ও ব্যক্তিগত অর্জন

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত শিরোপা জিততে না পারলেও-

বিশ্বকাপ রার্নাসআপ (২০১৪)
কোপা আমেরিকা রার্নাসআপ (২০০৭,২০১৫,২০১৬)

আর্জেন্টিনা যুব দলের হয়ে লিওনেল মেসির পরিসংখ্যান ও ব্যাক্তিগত অর্জনঃ

Messi With U20 Trophy
আর্জেন্টিনার হয়ে অনুর্ধ-২০ বিশ্বকাপ হাতে মেসি

অনুর্ধ-২০ বিশ্বকাপ (২০০৫)

২০০৫ যুব বিশ্বকাপের সেরা খেলোয়াড় গোল্ডেন বল

২০০৫ যুব বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার গোল্ডেন বুট

অলিম্পিক গোল্ড মেডেল (২০০৮)

Messi With Olympic Gold Medel in Camp Nou
অলিম্পিক গোল্ড মেডেল হাতে ক্যাম্প ন্যুতে লিও মেসি

লিওনেল মেসির আরো কিছু অর্জন:

বেষ্ট প্লে মেকার এওয়ার্ড- ৪
লেজার স্পোর্টস ম্যান এওয়ার্ড- ১
এক বছরে সর্বোচ্চ গোল- ৯১
এক বছরে সর্বোচ্চ এসিস্ট- ২৪
সবচেয়ে কম বয়সে ৩ বার ব্যালন ডি অর জিতার রেকর্ড (২৪ বছর বয়সে)
কোপা আমেরিকা বেস্ট ইয়ং প্লেয়ার (২০০৭)
রেকর্ড টানা চার বার ব্যালন ডি অর জয়
এক সিজনে লা লিগায় সর্বোচ্চ গোল স্কোরার- ৫০
লা লীগার টপ স্কোরার -৪৪০
লা লীগার টপ এসিস্ট প্রোভাইডার- ১৭৬
ফিফা ক্লাব ওয়াল্ড কাপ গোল্ডেন বল (২০০৯, ২০১১)
টানা ২১ ম্যাচ গোল করার রেকর্ড (২০১২-১৩)

আজ আর্জেন্টাইন ও বার্সেলোনার এই সুপারস্টার, ফুটবল জাদুকর লিওনেল মেসির ৩৩ তম জন্মদিন। ১৯৮৭ সালের আজকের এই দিনেই আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেছিলেন মেসি। যার জন্মের কারনে পাল্টে যায় গোটা ফুটবল ইতিহাস! যার পদার্পণে ফুটবল দুনিয়া পেলে ম্যারাডোনার যুগের পর সবচেয়ে বেশি ব্যাস্ত হয় মেসি বন্দনায় ! যার জন্মই হয়েছে ফুটবলকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। যিনি প্রতিনিয়ত ফুটবলের সব রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন। যার পায়ের জাদুতে বিমোহিত পুরো ফুটবল দুনিয়া। শুধু ফুটবল মাঠেই নয় নিজের ব্যক্তি জীবনেও মেসি নিখাদ ভদ্র একজন মানুষ, পরিবারের দায়িত্ববোধ যার কাছে সবার আগে, স্ত্রী সন্তান নিয়ে তার সাবলিল জীবন যাপন আপনাকে অবাক করতে বাধ্য, যার মধ্যে নেই কোন হিংসা, কোন অহংবোধ। যার কারনে ফুটবলকে এতো ভালোবাসতে শিখেছে অসংখ্য অগণিত ফুটবল সমর্থক। যার খেলা দেখার জন্য রাত জেগে থাকে লক্ষ কোটি ফুটবল ভক্ত, আজ সেই ফুটবল জাদুকরের জন্মদিন।

শুভ জন্মদিন লিওনেল আন্দ্রেস মেসি…………

Copyright reserved

মেসি-রোনালদোর সকল পরিসংখ্যান দেখতে ক্লিক করুন

প্রতিদিন আজকের খেলা কখন, কোন চ্যানেলে দেখতে চোখ রাখুন

লেখাটি শেয়ার করুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আরো খবর

বিজ্ঞাপনspot_img

LATEST ARTICLES

2,875FansLike
8FollowersFollow
972FollowersFollow
80SubscribersSubscribe
Zakir Mahmud
Zakir Mahmudhttps://footcricinfo.com
Hi Everyone I'm Zakir Mahmud, professionally I'm an engineer. But I love sports & I love to explore it with all the sports lovers in the world. That's why I write about sports & off-course I steel learning but I'm confident about my work. I hope you enjoy it. Thank you & love.....